12-12-2021, 06:49 PM
(12-12-2021, 04:19 PM)Sanjay Sen Wrote:
"লেখার জন্য কোনো পারিশ্রমিক পায় না" এই dialogue টা বহুদিন ধরে শুনে আসছি আমি। আরে বাবা, কোনো লেখকের যখন এই ফোরামে লিখতে আসে তখন পারিশ্রমিক পাবে না জেনেই তো লিখতে আসে। তাহলে এই কথা বার বার তোলার কি মানে আমি বুঝিনা।
অর্থমূল্য দিয়ে লেখকেরা পারিশ্রমিক পায় না ঠিকই কিন্তু পাঠকদের কাছ থেকে views, positive comments, likes and reputations - এগুলোও পারিশ্রমিকের থেকে কম কিছু নয়। বেশিরভাগ লেখক তো লাইক, রেপু আর কমেন্ট না পেয়ে হতাশ হয়ে লেখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার মন্তব্য করে নিজের থ্রেডেই। তার মানে তাদের পাঠকদের কাছ থেকে ওইগুলো চাই boost up হওয়ার জন্য, কিন্তু লেখা বন্ধ করে দিলে (যে কোনো ব্যক্তিগত কারণ থাকতেই পারে) পাঠকদের একবার জানানোর প্রয়োজন বোধ পর্যন্ত করে না। এই অদ্ভুত যুক্তি আমি বুঝি না।
লেখক এবং পাঠকের পারস্পরিক দায়বদ্ধতা না থাকলে তার কিছু "পা চাটা" অন্ধভক্ত ছাড়া বাকি পাঠকেরা সেই লেখককে পছন্দ করবে না।
তাই আপনাদের দুজনের কথার সঙ্গেই আমি একমত। লেখা বন্ধ করে দেওয়া নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কোনো অভিযোগও নেই, আমার শুধু একটাই কথা - উপযুক্ত কারণ দেখিয়ে লেখা বন্ধ করা উচিত, সেটা শতকরা প্রায় ৯৮% লেখক এখানে করেনা।
দারুন বলেছেন দাদা. আমারও খারাপ লাগে যখন লেখক না বলে হটাৎ করে গায়েব হয়ে যায়. অবশ্যই কোনো কারণ থাকতেই পারে.... পরে একবার এসে জানিয়ে যেতে কি হয়? অনেকেই এখানে গল্প লেখাকে... বলা উচিত নিজের লেখাকেই তোয়াক্কা করেনা, নিজের লেখাকেই সম্মান করেনা পাঠক তো পরের কথা. অনেকেই উত্তেজনার বশে শুরু তো করে তারপরে খেই হারিয়ে ফেলে পালায়. এই ফোরামকে সম্মানের চোখে অনেকেই দেখেনা. আশ্চর্য.. যেখানে লিখে বা পড়ে সাময়িক উত্তেজনার আনন্দ বা অন্যান্য স্বাদের সুখ পায় সেই ফোরামকেই সম্মান করেনা. বাহ্
আজ যতগুলো ফোরাম আছে তারমধ্যে বাংলা বিভাগের দিক থেকে এই গসিপি অনেক এগিয়ে. তবে পাঠকদেরকেও বলবো আপনারা চুপচাপ পড়ে চলে যান.... রেজিস্টার করা যারা... অন্তত নিজের মতামত টুকু লিখে যান. এটা একটা আলাদা বুস্ট দেয় লেখকদের.