12-12-2021, 05:08 PM
নিরাপত্তার লোকটি আমার দিকে সন্দেহের দৃষ্টিতেই তাঁকালো। বললো, কিন্তু, এখানে যে কেউ থাকতো, তাতো সরকারী লোকজন ছাড়া কারো জানার কথা না। তুমি জানো কি করে? তুমি কি কারো স্পাই হয়ে কাজ করছো?
আমি সহজভাবেই বললাম, আমি জানবো না? তাহলে আর কে জানবে? কারো স্পাই হতে যাবো কেনো? রানী আনেলী আমাকে কত্ত স্নেহ করতো? ওরা এখন কোথায় আছে? কেনো চলে গেছে?
লোকটি বললো, ওদের অঞ্চলে আবারো নুতন রাজা হয়েছে। রানী আনেলীর দলের লোকই রাজা হয়েছে। তাই রাজকীয় সম্মান দিয়েই রানী আনেলীকে সরকারীভাবে ফিরিয়ে নিয়ে গেছে।
আমি হতাশ হয়েই বললাম, বলেন কি? ওদের অঞ্চলটা কোন দিকে?
লোকটি বললো, ওসব জেনে তোমার কাজ কি? একই দেশের বাসিন্দা হলেও ওরা পাহাড়ী। খুবই ভয়ংকর!
আমি বললাম, পাহাড়ী, তা আমি জানি, কিন্তু রানী আনেলীকে যতদিন দেখেছি, ততদিন তাকে ভয়ংকর মনে হয়নি। আমাকে একটিবার রানী আনেলীর সাথে দেখা করার সুযোগটা দিন না!
লোকটি অসহায় গলায় বললো, সুযোগ আমি তোমাকে কি করে দিই? আমি সরকারী চাকর। পাহাড়ীরা যেনো কোন প্রকারে এখানে এসে ঢুকতে না পারে, তার নিরাপত্তাই দিই বাবা। তুমি যেই হও বাবা, নিজ বাড়ী ফিরে যাও।
আমি মিনতি করেই বললাম, দয়া করেন একটু। আমি মিলিকে কত ভালোবাসতাম! মিলিকে আমি ওদের ধর্মীয় মতেই বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু আপনার মতো নিরাপত্তা বাহিনীরাই মিলিকে বিয়ে করতে দেয়নি।
লোকটি হঠাৎই অন্যমনস্ক হয়ে গেলো। কিছুক্ষণ ভেবে বললো, বিয়ে? এই বয়সে? না, মানুষে মানুষে মিল মহব্বত থাকা ভালো। ঠিক আছে, এই পথে যাও। পাহাড়ী পথে প্রায় তিন মাইল তো হবেই। তারপর সুন্দর একটা অঞ্চল। মিলিকে তুমি খোঁজে পাবে কিনা জানিনা, তবে, সন্ধ্যার আগেই ফিরে আসতে হবে।
আমি বললাম, ঠিক আছে।
লোকটির সহানুভূতিতে আমার মনটা আনন্দে লাফাতে থাকলো শুধু। আমি লাফাতে লাফাতেই ছুটতে থাকলাম পাহাড়ী পথে। আমার কাছে মনে হতে থাকলো, রানী আনেলীও সেই আনন্দে পাগলা নুযু নৃত্য করছে নগ্ন দেহে। আমি নিজের অজান্তেই অতি আনন্দে গাইতে থাকলাম,
আম্মাজান, আম্মাজান!
মধুর যোনী আম্মাজান!
সুখের মনি আম্মাজান!
রসের খনি আম্মাজান!
আম্মাজান! আম্মাজান!
আপনি বড়ই মেহেরবান!
আম্মাজান আম্মাজান!
সবার আগে আম্মাজানের ঠোটের ছোয়ায় ধনী!
সালাম তারে আম্মাজানরে গড়িয়াছে যিনি।
আম্মাজান ছাড়া জীবন আমার গোরস্থান।
আম্মাজান! আম্মাজান!
আমি সহজভাবেই বললাম, আমি জানবো না? তাহলে আর কে জানবে? কারো স্পাই হতে যাবো কেনো? রানী আনেলী আমাকে কত্ত স্নেহ করতো? ওরা এখন কোথায় আছে? কেনো চলে গেছে?
লোকটি বললো, ওদের অঞ্চলে আবারো নুতন রাজা হয়েছে। রানী আনেলীর দলের লোকই রাজা হয়েছে। তাই রাজকীয় সম্মান দিয়েই রানী আনেলীকে সরকারীভাবে ফিরিয়ে নিয়ে গেছে।
আমি হতাশ হয়েই বললাম, বলেন কি? ওদের অঞ্চলটা কোন দিকে?
লোকটি বললো, ওসব জেনে তোমার কাজ কি? একই দেশের বাসিন্দা হলেও ওরা পাহাড়ী। খুবই ভয়ংকর!
আমি বললাম, পাহাড়ী, তা আমি জানি, কিন্তু রানী আনেলীকে যতদিন দেখেছি, ততদিন তাকে ভয়ংকর মনে হয়নি। আমাকে একটিবার রানী আনেলীর সাথে দেখা করার সুযোগটা দিন না!
লোকটি অসহায় গলায় বললো, সুযোগ আমি তোমাকে কি করে দিই? আমি সরকারী চাকর। পাহাড়ীরা যেনো কোন প্রকারে এখানে এসে ঢুকতে না পারে, তার নিরাপত্তাই দিই বাবা। তুমি যেই হও বাবা, নিজ বাড়ী ফিরে যাও।
আমি মিনতি করেই বললাম, দয়া করেন একটু। আমি মিলিকে কত ভালোবাসতাম! মিলিকে আমি ওদের ধর্মীয় মতেই বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু আপনার মতো নিরাপত্তা বাহিনীরাই মিলিকে বিয়ে করতে দেয়নি।
লোকটি হঠাৎই অন্যমনস্ক হয়ে গেলো। কিছুক্ষণ ভেবে বললো, বিয়ে? এই বয়সে? না, মানুষে মানুষে মিল মহব্বত থাকা ভালো। ঠিক আছে, এই পথে যাও। পাহাড়ী পথে প্রায় তিন মাইল তো হবেই। তারপর সুন্দর একটা অঞ্চল। মিলিকে তুমি খোঁজে পাবে কিনা জানিনা, তবে, সন্ধ্যার আগেই ফিরে আসতে হবে।
আমি বললাম, ঠিক আছে।
লোকটির সহানুভূতিতে আমার মনটা আনন্দে লাফাতে থাকলো শুধু। আমি লাফাতে লাফাতেই ছুটতে থাকলাম পাহাড়ী পথে। আমার কাছে মনে হতে থাকলো, রানী আনেলীও সেই আনন্দে পাগলা নুযু নৃত্য করছে নগ্ন দেহে। আমি নিজের অজান্তেই অতি আনন্দে গাইতে থাকলাম,
আম্মাজান, আম্মাজান!
মধুর যোনী আম্মাজান!
সুখের মনি আম্মাজান!
রসের খনি আম্মাজান!
আম্মাজান! আম্মাজান!
আপনি বড়ই মেহেরবান!
আম্মাজান আম্মাজান!
সবার আগে আম্মাজানের ঠোটের ছোয়ায় ধনী!
সালাম তারে আম্মাজানরে গড়িয়াছে যিনি।
আম্মাজান ছাড়া জীবন আমার গোরস্থান।
আম্মাজান! আম্মাজান!