Thread Rating:
  • 106 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মিষ্টি মূহুর্ত ( উপন্যাস) সমাপ্ত :---
(11-12-2021, 11:09 PM)Abid Ahmed Wrote: কি করব দাদা বলেন।লেখা আসছে না,নতুন কোনো ভাবনা বের হচ্ছে না এটা সরাসরি বলে দিলেই হয়।অন্তত তাতে করে মানুষ আর আশায় বসে থাকবে না ।কিন্তু এভাবে আপডেট দিব,দিচ্ছি করে মানুষকে ঘুরানো কি ঠিক বলেন?


উনি কিন্তু শুরুর দিকে অনেক বড় বড় কথা বলেছেন,"অন‍্যের মতো মাঝ পথে লেখা থামিয়ে দেব না।"থ্রেড সম্পূর্ণ করব" ইত্যাদি ইত্যাদি।

মানুষের ব‍্যক্তিগত জীবনে সমস্যা থাকতেই পারে।আর তাতে আপডেট না আসাও স্বাভাবিক।কিন্তু আপনি যখন নিয়মিত অন‍্যের থ্রেডে কমেন্ট করার সময় পান কিন্তু নিজের থ্রেডে একটুও আপডেট দেয়ার সময় পান না তখন তো সেই লেখকের সম্পর্কে পাঠকদের বিরূপ মনোভাব সৃষ্টি হবেই।আর সেটাই তো স্বাভাবিক।

(12-12-2021, 12:26 AM)Abid Ahmed Wrote: ভাই বোধহয় আমি কি উদ্দেশ্যে কথাগুলো বলেছি তা বুঝতে পারেননি।বিচিত্র দা জানে।

যাই হোক।আপনার কথা গুলো আসলেই সত্যি।এখানে সকল লেখক নিজের ভালো লাগা থেকে লেখে,এর বিনিময়ে তারা কানাকড়িও পায় না।এক‌ই ভাবে আমরা পাঠকরা লেখকদের লেখা পড়ে বিনামূল্যে আনন্দ পাই।এ কারণে বিশ্বাস করুন লেখকদের কাছে সত্যিই আমরা ঋণী   Namaskar

থ্রেড চলমান রাখা অথবা সম্পূর্ণ না করে ঝুলিয়ে রাখা সম্পূর্ণ‌ই লেখকের ব‍্যাপার।তারপরও গল্প আসবে এই বলে অনেক দিন ঝুলিয়ে রাখা কি উচিত?সমস্যা থাকলে সেটাতো কমেন্টেও জানিয়েও দেয়া যায়।এতটুকু তো করাই যায় না?

আর সত্যিই কি পাঠকদের প্রতি লেখকদের কোনো দায়িত্ব নেই???
হয়তো একজন লেখক‌ই এটা বলতে পারবে।

আর আমার কোনো মন্তব্য কাউকে আঘাত করার জন্য নয়।কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত  Namaskar Namaskar Namaskar

(12-12-2021, 03:05 PM)Kallol Wrote: ?আমিও আপনার সাথে একমত, গল্প লেেখা   না লেখা  বিষয় টা  লেখকের  ব্যক্তিগত ব্যপাাার  , আমরা  পাঠকরা  ভালোবেসে অনুরোধ করতে পারিি , জোর খাটানোর অধিকার আমাদের নেই।  তেমনি  আপডেট আসতে  দেরি হলে  বা   যদি  আর  না  লেখার ইচ্ছা  থাকে  সেেটা  জানিয়ে  দেওয়া   লেখকের উচিত  ।  এতে করে  লেেেেখক  ও পাঠকের মধ্যে  সম্পপর্ক টা  অম্বুজা সিমেন্টর  মতো মজবুত থাাকে।                  nospam

"লেখার জন্য কোনো পারিশ্রমিক পায় না" এই dialogue টা বহুদিন ধরে শুনে আসছি আমি। আরে বাবা, কোনো লেখকের যখন এই ফোরামে লিখতে আসে তখন পারিশ্রমিক পাবে না জেনেই তো লিখতে আসে। তাহলে এই কথা বার বার তোলার কি মানে আমি বুঝিনা। 

অর্থমূল্য দিয়ে লেখকেরা পারিশ্রমিক পায় না ঠিকই কিন্তু পাঠকদের কাছ থেকে views, positive comments, likes and reputations - এগুলোও পারিশ্রমিকের থেকে কম কিছু নয়। বেশিরভাগ লেখক তো লাইক, রেপু আর কমেন্ট না পেয়ে হতাশ হয়ে  লেখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার মন্তব্য করে নিজের থ্রেডেই। তার মানে তাদের পাঠকদের কাছ থেকে ওইগুলো চাই boost up হওয়ার জন্য, কিন্তু লেখা বন্ধ করে দিলে (যে কোনো ব্যক্তিগত কারণ থাকতেই পারে) পাঠকদের একবার জানানোর প্রয়োজন বোধ পর্যন্ত করে না। এই অদ্ভুত যুক্তি আমি বুঝি না।
লেখক এবং পাঠকের পারস্পরিক দায়বদ্ধতা না থাকলে তার কিছু "পা চাটা" অন্ধভক্ত ছাড়া বাকি পাঠকেরা সেই লেখককে পছন্দ করবে না। 
তাই আপনাদের দুজনের কথার সঙ্গেই আমি একমত। লেখা বন্ধ করে দেওয়া নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কোনো অভিযোগও নেই, আমার শুধু একটাই কথা - উপযুক্ত কারণ দেখিয়ে লেখা বন্ধ করা উচিত, সেটা শতকরা প্রায় ৯৮% লেখক এখানে করেনা।

[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 3 users Like Sanjay Sen's post
Like Reply


Messages In This Thread
RE: মিষ্টি মূহুর্ত ( উপন্যাস) চলছে :--- - by Sanjay Sen - 12-12-2021, 04:19 PM



Users browsing this thread: 38 Guest(s)