12-12-2021, 01:57 AM
(12-12-2021, 12:26 AM)Abid Ahmed Wrote: ভাই বোধহয় আমি কি উদ্দেশ্যে কথাগুলো বলেছি তা বুঝতে পারেননি।বিচিত্র দা জানে।
যাই হোক।আপনার কথা গুলো আসলেই সত্যি।এখানে সকল লেখক নিজের ভালো লাগা থেকে লেখে,এর বিনিময়ে তারা কানাকড়িও পায় না।একই ভাবে আমরা পাঠকরা লেখকদের লেখা পড়ে বিনামূল্যে আনন্দ পাই।এ কারণে বিশ্বাস করুন লেখকদের কাছে সত্যিই আমরা ঋণী
থ্রেড চলমান রাখা অথবা সম্পূর্ণ না করে ঝুলিয়ে রাখা সম্পূর্ণই লেখকের ব্যাপার।তারপরও গল্প আসবে এই বলে অনেক দিন ঝুলিয়ে রাখা কি উচিত?সমস্যা থাকলে সেটাতো কমেন্টেও জানিয়েও দেয়া যায়।এতটুকু তো করাই যায় না?
আর সত্যিই কি পাঠকদের প্রতি লেখকদের কোনো দায়িত্ব নেই???
হয়তো একজন লেখকই এটা বলতে পারবে।
আর আমার কোনো মন্তব্য কাউকে আঘাত করার জন্য নয়।কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত
দায়িত্ব আছে তবে দায়বদ্ধ নন। ভালোবেসে চান, ভালোবেসে চাইলে অনেক সময় মানুষ অন্যায় আবদারও পুরোন করে দেয়। ভালোবাসায় অনেক জোর।