12-12-2021, 12:26 AM
(This post was last modified: 12-12-2021, 12:27 AM by Abid Ahmed. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-12-2021, 11:39 PM)Siraz Wrote: এখানে লেখে কেউ পয়সা ইনকাম করে না। আর আমরাও পয়সা খরচ করে পড়তে আসি না। তাই আমি এখানে সেরকম কোন দায়বদ্ধতার জায়গা দেখি না যে লেখা শুরু করলে শেষ করতেই হবে বা সময় মত আপডেট দিতেই হবে। আপনি আপনার ভালোলাগা / ভালোবাসার জায়গা থেকে বড়োজোর অনুরোধ করতে পারেন। কিন্তু সেটার একটা ধরন আছে। যতটা অধিকার নিয়ে মন্তব্য করেছেন সে অধিকার আপনার আছে কি?? না থাকলে এসব অনাধিকার চর্চার কোনো মানে হয় না।
লেখকের উদ্দেশ্যে বলবো - জীবনে চলার পথে অনেক কিছুই আমাদের ইগনোর করতে হয়। সবকিছু মনে ধরে বসলে জীবন চলাটা অনেক মুশকিল হয়ে যায়। আশা করি কোন অযাচিত বিষয়ের জন্যে আপনার লেখায় কোন প্রভাব পড়বে না। এই গল্প টা আমার অনেক পছন্দের। আশা করি গল্পটা শেষ করবেন আকাশ সূচীর পরিনতি দেখতে চাই। আর হা আমার ভালোবাসা নিবেন ❤️❤️❤️।
ভাই বোধহয় আমি কি উদ্দেশ্যে কথাগুলো বলেছি তা বুঝতে পারেননি।বিচিত্র দা জানে।
যাই হোক।আপনার কথা গুলো আসলেই সত্যি।এখানে সকল লেখক নিজের ভালো লাগা থেকে লেখে,এর বিনিময়ে তারা কানাকড়িও পায় না।একই ভাবে আমরা পাঠকরা লেখকদের লেখা পড়ে বিনামূল্যে আনন্দ পাই।এ কারণে বিশ্বাস করুন লেখকদের কাছে সত্যিই আমরা ঋণী
থ্রেড চলমান রাখা অথবা সম্পূর্ণ না করে ঝুলিয়ে রাখা সম্পূর্ণই লেখকের ব্যাপার।তারপরও গল্প আসবে এই বলে অনেক দিন ঝুলিয়ে রাখা কি উচিত?সমস্যা থাকলে সেটাতো কমেন্টেও জানিয়েও দেয়া যায়।এতটুকু তো করাই যায় না?
আর সত্যিই কি পাঠকদের প্রতি লেখকদের কোনো দায়িত্ব নেই???
হয়তো একজন লেখকই এটা বলতে পারবে।
আর আমার কোনো মন্তব্য কাউকে আঘাত করার জন্য নয়।কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত