11-12-2021, 11:46 PM
(11-12-2021, 11:39 PM)Siraz Wrote: এখানে লেখে কেউ পয়সা ইনকাম করে না। আর আমরাও পয়সা খরচ করে পড়তে আসি না। তাই আমি এখানে সেরকম কোন দায়বদ্ধতার জায়গা দেখি না যে লেখা শুরু করলে শেষ করতেই হবে বা সময় মত আপডেট দিতেই হবে। আপনি আপনার ভালোলাগা / ভালোবাসার জায়গা থেকে বড়োজোর অনুরোধ করতে পারেন। কিন্তু সেটার একটা ধরন আছে। যতটা অধিকার নিয়ে মন্তব্য করেছেন সে অধিকার আপনার আছে কি?? না থাকলে এসব অনাধিকার চর্চার কোনো মানে হয় না।
লেখকের উদ্দেশ্যে বলবো - জীবনে চলার পথে অনেক কিছুই আমাদের ইগনোর করতে হয়। সবকিছু মনে ধরে বসলে জীবন চলাটা অনেক মুশকিল হয়ে যায়। আশা করি কোন অযাচিত বিষয়ের জন্যে আপনার লেখায় কোন প্রভাব পড়বে না। এই গল্প টা আমার অনেক পছন্দের। আশা করি গল্পটা শেষ করবেন আকাশ সূচীর পরিনতি দেখতে চাই। আর হা আমার ভালোবাসা নিবেন ❤️❤️❤️।
খুব ভালো বলেছেন ভাই ...