11-12-2021, 09:11 PM
(11-12-2021, 08:43 PM)Smritisaha.saha37 Wrote: হটাৎ যেনো মনে হলো, এইটা সত্যি হতে পারে না, বা আমি কোনো স্বপ্ন দেখছি, কিন্তু না, এইটা তো বাস্তব এতে স্বপ্ন দেখার কোনো কথাই নেই, তারপর আবার ও বলে উঠলো
" সোনা প্লীজ আগে সবটা শুনে নাও, তারপর না হয় তুমি কিছু decision নিও, আগে প্লীজ আমার দিকটা শুনে নাও"
আমি তখন অবধিও ওকে ভালো খারাপ বিচার করিনি, তাও মনে হলো ও কি বলতে চাইছে একটু শোনার দরকার
" ঠিক আছে বলো, তার আগে তুমি আগে নিজেকে সামলাও, তোমাকে আমি এখনও ভালোবাসি চয়ন, আর আগেও ভালোবাসবো, বলো কি বলতে চাও"
" Thank u সোনা, তোমাকে প্রথম থেকে বলছি"
এরপর যেইটা বোঝা গেলো চয়ন এর কথা থেকে
এক বছর আগে
একদিন আমি নরমাল মোবাইলে Facebook এ অন ছিলাম, দেখলাম একটা হটাৎ করে মেসেজ এলো, দেখলাম যে মেসেজ করেছে সে আমার ফ্রেন্ডলিস্টএ নেই, তাই আমি ওতো গা দিলাম না, এরকম প্রায় দেখলাম লোকটা আমাকে মেসেজ করতে লাগলো, "আপনি এত সুন্দর কেন, আপনি কি এমন খান যে এত স্মার্ট," আরো অনেক কিছু , দিন নেই দুপুর নেই আমাকে অযথা আমাকে ডিস্টার্ব করতে লাগলো, তাই একদিন বিরক্ত হয়ে ওকে মেসেজ করেই ফেললাম
" আচ্ছা কি ব্যাপার বলুন তো, why are u disturbing me all the time?
দেখলাম ও একটা হাসির emogi দিল, টা দেখে আরো মাথা গরম হয়ে গেলো
" কি হলো বলুন, রোজ তো আমাকে মেসেজ করে কত কিছু জিজ্ঞাসা করেন, আজ চুপ কেন?"
দেখলাম সেইদিন আর কোনো reply পেলাম না, যাই হোক ভাবলাম আপদ চুকলো, আর ডিস্টার্ব করবে না। কিছু দিন আর কোনো মেসেজ এলো না, আমার কি জানি মনে হলো লোকটার সাথে মনে হয় একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, তাই আমার কেমন জানি না খারাপ লাগলো, হটাৎ দেখলাম একটা মেসেজ এলো
" সুন্দরীর রাগ কমলো ?"
জানি না কেন হেসে ফেললাম মনের মধ্যে
" যখন জানেন যে রেগে ছিলাম তো উত্তর দিছিলেন না কেন?
" পাগল, কেউ উত্তর দেয়, তখন আরো হাতা, খুন্তি নিয়ে আমার উপর ঝাপিয়ে পড়বেন, আর আমি শেষ"
হাসির কয়েকটা emogi
দেখে আমিও same হাসির emogi reply দিলাম
" দেখছি ভালই মেয়ে মানুষের মন বুঝতে পারেন, তো কি করা হয় শুনি একটু?
" ওই বলতে পারেন মেয়েদের মন বোঝার চেষ্টা করি, যেইটাতে কেউ সফল হয়নি"
হাসির emogi
" তো যখন জানেন, তখন না বুঝলেই হয়, বেকার টাইম কেনো পাস করছেন নিজের, কিছু কাজ করলে তো হয়, এর বিনিময়ে কিছু টাকা পেতে পারেন"
" আচ্ছা টাকা পয়সা কি সব হলো বলুন, ভালোবাসা, ভালো করে কারোর সাথে দুটো কথা বলা এই গুলো কি সব মূল্যহীন হয়ে গেছে?
দেখলাম কথাটা কিছু খারাপ বলিনি, আসলে তখন তোমার সাথে কথা হচ্ছিল না বলে আমার মেজাজ টাও খিটখিটে হয়ে গেছিলো,
" না তেমন টা বলিনি, এই সব জিনিষ কোনোদিন মূল্যহীন হবে না, আসলে এখন এই সব বেশি দেখা যায়না তাই হয়তো....."
" সেইটা আপনি ঠিক বলেছেন, তাই তো আমি একটু আলাদা বলতে পারেন" সাথে হাসির emogi
" তাই? তা কতটা আলাদা একটু শুনি"
" তার জন্যে তো আমাকে ফ্রেন্ডলিস্ট এ add করতে হবে, কি পারবেন এতো রিস্ক নিতে?"
আমি ভাবতে লাগলাম লোকটা মনে হয় একটু পাগল, ফ্রেন্ডলিস্ট এ add করতে আবার কিসের রিস্ক। যাক তখন আর কথা না বাড়িয়ে "দেখছি" বলে off হয়ে গেলাম। পরের কিছু দিন আর তেমন কথা হয়ে উঠলো না, কেমন জানি লোকটার প্রতি কৌতূহল জেগে গেলো, আমি লোকটার প্রোফাইল open করে ওর ব্যাপারে খোঁজ করতে লাগলাম, কোথায় থাকে, কি করে, সত্যি পাগল না তো, নিজের উপর বিশ্বাস করতে পারছিলাম না যে অজানা লোকের খোঁজ করতে চলেছি আমি। সেইদিন ওর প্রোফাইল খুজে সব information বের করলাম, লোকটার নাম খুরশিদ আলম, বাড়ি বাংলাদেশে, লোকটার সব ছবির মধ্যেই একটা হাসি হাসি ভাব আছে, মনে হয় খুব খুশি লোক, তাই হয়তো এত ভালো কথা বলতে পারে, যাই হোক কোনো খারাপ কিছু দেখতে পারলাম না ওর মধ্যে তাই বেশি কিছু না ভেবে আমি ওর request টা accept করলাম, তারপর সেইদিন কার মতো off hoye gelam, তারপর আরো বেশ কিছু দিন কথা হয়নি আমাদের, তারপর হটাৎ একদিন দেখলাম একটা মেসেজ এলো
" ইন্ডিয়ার মেয়েরা দেখছি খুব দিলদার হয়ে গেছে, আমার মত গরিবদের উপর মেহেরবানী করেছে রিকোয়েস্ট accept kore"
আমি হাসির emogi দিলাম
" আপনি না সত্যি, এতে এত ভালো বলার কি আছে, as a friend আপনি খারাপ হবেন না এই আশা করে accept করেছি, এতে এমন কিছু হয়নি"
" আপনি বুঝবেন না সুন্দরী মেমসাহেব, আপনাদের এই টুকু আমাদের অনেক কিছু"
" সেইটা আপনি যা মনে করতে পারেন, তা কি করা হয় আপনার?"
" সেইটা তো আগেও বলেছি মেমসাহেব"
" আবার সেই flirting, আসল কথাটা একটু বলবেন প্লীজ"
" আরে আপনি তো রেগে যাচ্ছেন, কাম(কাজ) বলতে আমার দু চারটে পুকুর লীজ নেওয়া আছে, সেই থেকে পেট চলে যায়, তাই তো গরীব আমি, আর একটা রিকোয়েস্ট করবো, রাখবেন?"
" আগে শুনি কি রিকোয়েস্ট, তারপর না হয় কথা দেবো"
" দয়া করে আমাকে ছেড়ে যাবেন না মেমসাহেব, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে, আর এই ভালো লাগাটাই আমাদের কাছে সব"
বুঝলাম না কেন ইমোশনাল হয়ে গেলো লোকটা
" দেখুন এতে ইমোশনাল হওয়ার কিছু নেই, আমরা frnds , কথা বলবো , কথা share করবো , আপনি relation খারাপ না করলে আমি কেনো এই বন্ধুত্ব টা ভাঙবো বলুন?"
" দয়া করে কিছু মনে করবেন, মনে যেইটা আসে আমি বলে ফেলি, কিছু খারাপ বলে গরীব আদমি ভেবে মাফ করে দেবেন"
" আচ্ছা বাবা ঠিক আছে, এবার বলুন তো কে কে আছে ঘরে আপনার?"
Sorry ভুল করে পোস্ট হয়ে গেছে