11-12-2021, 01:28 PM
(11-12-2021, 01:19 PM)Bumba_1 Wrote: এখানে আমার চরিত্র নিয়ে কি মনে করো সেটা mean করিনি .. কারণ আমরা এখানে নিজেদের সম্বন্ধে যতটুকু বলি বাকিরা ততটুকুই জানে .. তাই এখানে কাউকে analysis করা সম্ভব নয় বা করা উচিতও নয় .. আমি শুধু বলতে চেয়েছি তোমরা আমাকে কাছের বন্ধু মনে করো কিনা জানিনা তবে আমি তোমাদের অনেককেই কাছের (virtual) বন্ধুুুু বলেই মনে করি।
একদমই তাই... বিনাকারণে একে অপরকে এনালাইসিস করতে যাবো কেন.?
আর বন্ধুত্ব মানেই যে তার ব্যাক্তিগত জীবন কেমন, বাড়ি কোথায়, ফোন নাম্বার কি, এসব জানতেই হবে এমন আমি মনে করিনা. অচেনা অজানা থেকেও এইরকম টেক্সট এর মাধ্যমে সুসম্পর্ক রাখা যায়. তার জন্য অতিরিক্ত চেনা পরিচিতির প্রয়োজন নেই. সেই হিসেবে একশোবার মোরা বন্ধু. একে অপরের পাঠক, আড্ডার সাথী ❤