11-12-2021, 01:19 PM
(11-12-2021, 12:34 PM)Baban Wrote: সেই শুরু থেকে তুমি আমার পাঠক. অন্য নাম ছিল তখন তোমার. প্রায় প্রতিটা গল্পের পাঠক তুমি. তারপরে আমিও তোমার পাঠক হলাম. সতীলক্ষী ছাড়া বাকি গুলো পড়েছি, পড়ছি, আমার কিছু দুস্টু আইডিয়া তুমি দারুন জায়গায় দারুন ভাবে ব্যবহার করেছিলে... সব মিলিয়ে তুমি নিজেও একজন সফল লেখক. নিজ গুনে এতদূর এসেছো. বিনা কারণে হটাৎ তোমার সম্বন্ধে যা কিছু ভাবতে যাবো কেন? আমরা এখানে যেমন অশ্লীল কামুক গল্প লিখি, তেমনি সুন্দর যৌনতাবিহীন গল্পও লিখি... সেটা মোটেও নিজের ক্যারেক্টার জাস্টিফাই করার জন্য নয়... আমরা কারোর বাধ্য নই সেই ব্যাপারে... লিখি নিজের ভেতরের কথাগুলো সকলের সম্মুখে নিয়ে আসতে. যতজন পড়ে আর মতামত দেয় ওটাই অনেক ❤
এখানে আমার চরিত্র নিয়ে কি মনে করো সেটা mean করিনি .. কারণ আমরা এখানে নিজেদের সম্বন্ধে যতটুকু বলি বাকিরা ততটুকুই জানে .. তাই এখানে কাউকে analysis করা সম্ভব নয় বা করা উচিতও নয় .. আমি শুধু বলতে চেয়েছি তোমরা আমাকে কাছের বন্ধু মনে করো কিনা জানিনা তবে আমি তোমাদের অনেককেই কাছের (virtual) বন্ধুুুু বলেই মনে করি।
(11-12-2021, 12:40 PM)Bichitravirya Wrote: আমি আপনাকে এক শক্ত মেরুদন্ডের মানুষ ভাবি....আমার গল্পের এক সমালোচক ভাবি... নিজের শুভাকাঙ্ক্ষী ভাবি....
আর কি কি ভাবি সেটাও ভাবতে হবে
❤❤❤
ভাবার কোনো শেষ নাই
ভাবার চেষ্টা বৃথা তাই