11-12-2021, 12:34 PM
(This post was last modified: 11-12-2021, 01:17 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-12-2021, 12:15 PM)Bumba_1 Wrote: এখানে অবাক হওয়ার তো কিছু নেই .. আমি তো এইরকমই .. যার যেটা ভালো সেটা অকপটে স্বীকার করতে বা জনসমক্ষে সেটাকে নিয়ে আসতে আমি বিন্দুমাত্র দ্বিধা বোধ করি না .. তাছাড়া তুমি, বাবান ভাই, বিচিত্র, ইত্যাদি আরো কয়েকজন আছে .. এদের আমি বিশেষভাবে আমার কাছের লোক বলেই মনে করি - আমার সম্বন্ধে তোমরা যা কিছু ভাবতেই পারো তাতে আমার কিছু যায় আসে না।
সেই শুরু থেকে তুমি আমার পাঠক. অন্য নাম ছিল তখন তোমার. প্রায় প্রতিটা গল্পের পাঠক তুমি. তারপরে আমিও তোমার পাঠক হলাম. সতীলক্ষী পরে পড়লেও বাকি গুলো সময় মতো পড়েছি, পড়ছি, আমার কিছু দুস্টু আইডিয়া তুমি দারুন জায়গায় দারুন ভাবে ব্যবহার করেছিলে... সব মিলিয়ে তুমি নিজেও একজন সফল লেখক. নিজ গুনে এতদূর এসেছো. বিনা কারণে হটাৎ তোমার সম্বন্ধে যা কিছু ভাবতে যাবো কেন? আমরা এখানে যেমন অশ্লীল কামুক গল্প লিখি, তেমনি সুন্দর যৌনতাবিহীন গল্পও লিখি... সেটা মোটেও নিজের ক্যারেক্টার জাস্টিফাই করার জন্য নয়... আমরা কারোর বাধ্য নই সেই ব্যাপারে... লিখি নিজের ভেতরের কথাগুলো সকলের সম্মুখে নিয়ে আসতে. যতজন পড়ে আর মতামত দেয় ওটাই অনেক ❤
সঞ্জয় বাবুর আমার উপভোগ পড়া হয়নি.. এবারে পড়ে ফেলুন. আশা করি ভালো লাগবে গল্পটি. (সবসময় ছেলেরাই কেন ভিলেন হবে? )