11-12-2021, 12:15 PM
(11-12-2021, 12:07 PM)Sanjay Sen Wrote: তুমি নিজের থ্রেডে অন্যের গল্পের লিঙ্ক শেয়ার করছো। সত্যিই তোমাকে যত দেখি ততই অবাক হই তবে উপভোগ অবশ্যই পড়বো। এই গল্পটা আগে চোখে পড়েনি।
এখানে অবাক হওয়ার তো কিছু নেই .. আমি তো এইরকমই .. যার যেটা ভালো সেটা অকপটে স্বীকার করতে বা জনসমক্ষে সেটাকে নিয়ে আসতে আমি বিন্দুমাত্র দ্বিধা বোধ করি না .. তাছাড়া তুমি, বাবান ভাই, বিচিত্র, ইত্যাদি আরো কয়েকজন আছে .. এদের আমি বিশেষভাবে আমার কাছের লোক বলেই মনে করি - আমার সম্বন্ধে তোমরা যা কিছু ভাবতেই পারো তাতে আমার কিছু যায় আসে না।