10-12-2021, 02:30 PM
## ৬৩ ##
(প্রথম পর্ব)
সফ্টটেক ইন্ট্যারন্যাশানালের ডিলটা পয়ত্রিশ-পয়ষট্টি রেশিয়োতেই ফাইনালাইজ করে ফেললেন লাখোটিয়াজী। পঞ্চাশ লক্ষ টাকা হার্ডক্যাশ পৌঁছে দিতে হবে অমল আচার্য্যের উত্তরবঙ্গের গ্রামের বাড়ীতে। অল ইন ফাইভ হান্ড্রেড এন্ড থাউস্যান্ড রুপী নোট। পুরনো নোট হওয়া চাই এবং নন-সিরিয়াল। এটুকুই ডিম্যান্ড অমলবাবুর। মনে মনে হাসলেন লাখোটিয়াজী। দারুন ইনটেলিজেন্ট লোক না কি এই অমল আচার্য্য। বিদেশী কোম্পানিতে মোটা মাইনের চাকরি করে। সরকারী বেসরকারী কত্তো এওয়ার্ড পায়। কিন্তু আজ বেওকুফ বনে গেলো এক আনপড় মাড়োয়ারী বেওসায়ীর কাছে, যাকে আচার্য্যের মতো শিক্ষিত মধ্যবিত্ত বাঙালী তাচ্ছিল্য করে মেড়ো বলে ডাকে।
আর একটাই কাজ বাকি আছে। তপোবন প্রজেক্টের জমি হড়প করার জন্য লাঙ্গলবেঁকির শ্যামাপদ ঘোড়ুইকে কাল সকালে ডেকে পাঠাতে হবে। ছপ্পরগন্জুটাকে পুরনো নোটে লাখ বিশ-পঁচিশ খাইয়ে দিয়ে ওর মেরুদন্ডটা কিনে নিতে হবে। যাতে করে চাষীদের খেপিয়ে আন্দোলন না গড়ে তোলে; উল্টে যদি কোনো স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, যেন পা দিয়ে মাড়িয়ে দেয়। শ্যালক সঞ্জীব টোডিকে শ্যামাপদ ঘোড়ুইয়ের কেসটা সালটে নিতে বলে, উজাগরের কচি গাঁড়ের উপর হামলে পড়লেন লাখোটিয়াজী।
**************************************
(প্রথম পর্ব)
সফ্টটেক ইন্ট্যারন্যাশানালের ডিলটা পয়ত্রিশ-পয়ষট্টি রেশিয়োতেই ফাইনালাইজ করে ফেললেন লাখোটিয়াজী। পঞ্চাশ লক্ষ টাকা হার্ডক্যাশ পৌঁছে দিতে হবে অমল আচার্য্যের উত্তরবঙ্গের গ্রামের বাড়ীতে। অল ইন ফাইভ হান্ড্রেড এন্ড থাউস্যান্ড রুপী নোট। পুরনো নোট হওয়া চাই এবং নন-সিরিয়াল। এটুকুই ডিম্যান্ড অমলবাবুর। মনে মনে হাসলেন লাখোটিয়াজী। দারুন ইনটেলিজেন্ট লোক না কি এই অমল আচার্য্য। বিদেশী কোম্পানিতে মোটা মাইনের চাকরি করে। সরকারী বেসরকারী কত্তো এওয়ার্ড পায়। কিন্তু আজ বেওকুফ বনে গেলো এক আনপড় মাড়োয়ারী বেওসায়ীর কাছে, যাকে আচার্য্যের মতো শিক্ষিত মধ্যবিত্ত বাঙালী তাচ্ছিল্য করে মেড়ো বলে ডাকে।
আর একটাই কাজ বাকি আছে। তপোবন প্রজেক্টের জমি হড়প করার জন্য লাঙ্গলবেঁকির শ্যামাপদ ঘোড়ুইকে কাল সকালে ডেকে পাঠাতে হবে। ছপ্পরগন্জুটাকে পুরনো নোটে লাখ বিশ-পঁচিশ খাইয়ে দিয়ে ওর মেরুদন্ডটা কিনে নিতে হবে। যাতে করে চাষীদের খেপিয়ে আন্দোলন না গড়ে তোলে; উল্টে যদি কোনো স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, যেন পা দিয়ে মাড়িয়ে দেয়। শ্যালক সঞ্জীব টোডিকে শ্যামাপদ ঘোড়ুইয়ের কেসটা সালটে নিতে বলে, উজাগরের কচি গাঁড়ের উপর হামলে পড়লেন লাখোটিয়াজী।
**************************************