09-12-2021, 06:41 PM
(09-12-2021, 05:48 PM)Bumba_1 Wrote: ডাক্তারবাবু তখন এমারজেন্সিতে আমাদের আবাসনের জেঠিমার স্বাস্থ্য পরীক্ষা করছিলেন। যেহেতু উনার ছেলে বাইরে থাকে তাই আমাকে আর আমার সঙ্গে যাওয়া এক ভদ্রলোককে ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলেছিলেন উনার আসলে কি হয়েছে সেটা পরে বলবেন বলে।
কর্তৃপক্ষের কথামতো নার্সিংহোমের ওয়েটিং রুমে বসে থাকার সময় আমার এক বায়োবীয় ভাবে (virtually) পরিচিতা মহিলাকে দেখতে পাই দু'জন মাসবয়সী লোকের সঙ্গে ওই মাঝরাতে নার্সিংহোম থেকে বেরিয়ে যাচ্ছে।
আমি উনাকে দেখেই চিনতে পারি এবং উৎসুক হয়ে কথা বলার জন্য এগিয়ে যাই। অথচ অবাক কান্ড যে মহিলা নিজে যেচে আমার সঙ্গে প্রায়শই চ্যাটে কথা বলে সে আমাকে দেখে না চেনার ভান করে মুখ ঘুরিয়ে চলে গেলো।
এই ঘটনায় আমি খুব অবাক হয়েছিলাম এবং তার সঙ্গে দুঃখও পেয়েছিলাম। ব্যাপারটা চোখ এড়ায়নি ওই নার্সিংহোমের রিসেপশনে কাজ করা আমার এক পাড়াতুতো মামার। পরে উনার কাছ থেকে জানতে পারি উনি abortion করাতে এসেছিলেন এখানে এবং এর আগেও একবার এসেছিলেন ওই একই কাজ করাতে।
এর আগে ওই মহিলার কার্যকারিতা সম্বন্ধে উনার মুখে কিছু কিছু শুনেছিলাম .. পরবর্তীকালে মামার কাছ থেকে আরো বেশ কিছু কথা শুনে ব্যাপারটা পুরোপুরি সহজ হয়ে গেল আমার কাছে।
তারই ফলশ্রুতি এই কাহিনী .. তবে রতিক্রিয়ার বর্ণনা কিন্তু আমাকে কেউ বলে নি .. এগুলো আমার দুষ্টু মস্তিষ্ক থেকেই বেরিয়েছে।
Truth is stranger than fiction, but it is because Fiction is obliged to stick to possibilities; Truth isn't