09-12-2021, 04:06 PM
(08-12-2021, 04:14 PM)Bumba_1 Wrote: ভুল তো কিছু বলিনি .. ইনি তোমাদের সবার অপরিচিতা এবং বর্তমানে ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে কোনো একটি বিশেষ ক্ষেত্রে মডেলিং করে বৈকি।
আমার আগের কাহিনীতে (চক্রব্যূহে শ্রীতমা) তুমি একদিন প্রশ্ন করেছিলে এইরকম গরম আপডেট দেওয়ার পরে রাতে আমার ঘুম হয় কি না। এর উত্তরে আমি বলেছিলাম -- এমনিতে ভালোই ঘুম হয়, তবে ওই বিশেষ রাতে ঘুম হয়নি তার কারণ হলো আমাদের আবাসনের একতলার জেঠিমাকে উনার শারীরিক অসুস্থতার জন্য নার্সিংহোমে নিয়ে যেতে হয়েছিল মাঝে রাতে। ওইখানে গিয়ে ওয়েটিং রুমে বসে থাকাকালীন একটি অদ্ভুত দৃশ্য দেখে হঠাৎ করেই আমার একটি গল্পের প্লট মাথায় আসে। তারই ফলশ্রুতি হলো আজকের এই কাহিনী - নাগপাশ।
আমার লেখা সব কাহিনীই আংশিক সত্য ঘটনার উপর অবলম্বন করে। সম্পূর্ণরূপে বানিয়ে বানিয়ে গল্প লেখার মতো পারদর্শী এখনো হয়ে উঠতে পারিনি। তবে রতিক্রিয়ার বর্ণনাগুলি একদমই মনগড়া।
Ei drishyo tar bypare ki kichu bola jete pare?