Thread Rating:
  • 32 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica সেক্টর ফাইভের সেক্স --- কামদেব ২০১৬ রচিত
রীরের অন্তঃস্থল থেকে উঠে আসছে এক উষ্ণ প্রস্রবণ। একেই কি বলে স্কুইর্টিং (squirting) ফিমেল ইজাকুলেশনের চরম ধাপ! রতিতৃপ্তি কৃত্তিকা অনেক পেয়েছে, কিন্তু আজকের মতো চরম পুলক সে কোনোদিনও পায়নি। তারা সারা শরীর যেন মাখনের মতো গলে যাচ্ছে। একটা উদ্দাম বন্য কাম, কিন্তু তার মধ্যেও যেন আছে পরস্পরের প্রতি অনুরাগ। ভদ্রলোক যখন কাছে এলেন, চিনতে পারলো তাকে ভেবলি। বছর দুয়েক আগে এই ভদ্রলোকই সরকারবাবুর মিডিয়া হাউজের বাৎসরিক শ্রেষ্ঠ বাঙালীঅনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রযুক্তিবিদের পুরস্কার পেয়েছিলেন। পুরস্কার প্রদান করেছিলেন বিখ্যাত শিল্পপতি প্রবীণ লাখোটিয়া, যার প্রাচী গ্রুপ অফ কোম্পানিজ ওই অনুষ্ঠানের কো-স্পনসরও ছিল বটে। আর প্রবীণজীর হাতে পুরস্কার তুলে দিয়েছিলো ভেবলি, যে ছিল ওই অনুষ্ঠানের থালিগার্ল। তখন সে ছিল সরকারবাবুর পরানসখা।
খুব কাছ থেকে দেখেছিল অমল আচার্য্যকে। ধুতি-পাঞ্জাবী এবং কাশ্মিরী শাল গায়ে সৌম্যদর্শন ভদ্রলোককে দারুন আকর্ষণীয় লাগছিল। সেদিন দেখেছিল হাজার হাজার ওয়াটের আলোয়, মনের মধ্যে নিশ্চই একটা ছবি আঁকা হয়েছিলো, তাই আজ এতদিন বাদেও এমন নিকষ কালো অন্ধকারের মধ্যে দেখেও চিনতে পারলো। বেশীরভাগ ক্ষেত্রেই এইসব পুরস্কার-টুরস্কারগুলো গট-আপ কেস হয়, হয় তেলা মাথায় তেল দেওয়া কিংবা ব্যবসায়িক স্বার্থে তুই আমার পিঠ চুলকে দে, আমি তোর পিঠ চুলকে দিই জাতীয়। কিন্তু আচার্য্য সাহেবের কেসটা বোধহয় ব্যতিক্রমী ছিল। ওঁর জীবনীপুঞ্জি পাঠ করেছিল ভেবলি-ই।
জীবনের কোনো পরীক্ষায় ভদ্রলোক প্রথম ছাড়া দ্বিতীয় হননি, আর হ্যাঁ, বিদেশী ইউনিভার্সিটিতেও। আইএসে টপ করে সরকারী চাকরিতে যোগদান করেন, কিন্তু অর্ধশিক্ষিত মন্ত্রীর স্তাবকতা করে অন্যায় আদেশ না মানতে পেরেসেই চাকরি ছেড়ে দেন এরপর তিনি যোগ দেন বিখ্যাত সফ্টওয়্যার জায়ান্ট সফ্টেক ইনট্যারন্যশানালে এবং খুব কম সময়ের মধ্যে টপ ম্যানেজমেন্ট ক্যাডারে উন্নীত হয়। বহুবছর বিদেশে কাটানোর পর, দেশে ফিরে সফ্টেকের কলকাতা রিজিয়নের দায়িত্ব নেন। কলকাতা তখন সদ্য কম্পিউটারের প্রতি বৈরিতা ত্যাগ করে সফ্টওয়্যার মার্কেটের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে। সল্ট লেকের সেক্টর ফাইভে তৈরী হয়েছে নবদিগন্ত। সেইদিনগুলো থেকে আজ অবধি পৃথিবীর সফ্টওয়্যার মানচিত্রে কলকাতা যদি একটা ছোট স্থানও পেয়ে থাকে, তবে সেই কৃতিত্বের একটা বড়ো ভাগীদার এই অমল আচার্য্য। সারা অডিটোরিয়াম স্ট্যান্ডিং ওভেশন দিয়েছিল।
একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছিলো ভেবলির বুক চিরে। একটা অদ্ভুত চাপা আকর্ষণ ছিল ভদ্রলোকের মধ্যে। এইসব ভদ্রলোক তাদের সামাজিক গন্ডীর মধ্যে নয়। তার পরিধি সচপাল সিং, লাখোটিয়া এবং শৌভিক সরকারের মতো পয়সাওয়ালা নোংরা মানসিকতার পশু অবধি। এই ধরনের ভদ্র, শিক্ষিত মানুষ তাদের মতো সিনেমা-সিরিয়ালের অভিনেত্রীদের গ্ল্যামারটুকু পর্দায় এনজয় করে, কিন্তু সামাজিক জীবনে তাদেরকে ব্রাত্য হিসাবেই রেখে দেয়। তাইতো আজ যখন এক ব্যক্তি হাওয়ায় উড়ে যাওয়া তার আবরণ কুড়িয়ে ক্রো নেস্টে উঠে আসে, এবং দেখা যায় সেই ব্যক্তি বিখ্যাত প্রযুক্তিবিদ অমল আচার্য্য, মূহূর্তের জন্য রক্ত চলকে উঠেছিলো তার। দারুন ভালো লেগেছিল যখন অমল তার নগ্ন শরীর বেডশীটটা দিয়ে ঢেকে দিয়েছিলেন। আজ অবধি পুরুষরা তার শরীর থেকে বস্ত্র উন্মোচনই করেছে; অমলই প্রথম পুরুষ যে তার লাজবস্ত্র আহরণ করেছে। চরম শ্রদ্ধার উদয় হয়েছিলো ভেবলির মধ্যে। আর তারপরই কামানুভূতি নয়, শ্রদ্ধাজনিত প্যাসন থেকেই অমলের শরীরের খুব কাছে এসে, পায়ের আঙ্গুলে ভর দিয়ে তার রসালো ঠোঁট চরম আশ্লেষে চেপে ধরলো অমলের পুরু ঠোঁটের ওপর। তারপর সবকিছু ঘটে গেলো প্রাকৃতিক নিয়মেই।
[+] 2 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: সেক্টর ফাইভের সেক্স --- কামদেব ২০১৬ রচিত - by ddey333 - 09-12-2021, 09:28 AM



Users browsing this thread: 15 Guest(s)