08-12-2021, 09:51 PM
(08-12-2021, 09:39 PM)Baban Wrote: উফফফফ দেশি শয়তান তো ছিলই, এবারে ইন্টারনাশানাল শয়তানদের আগমন...... ফ্রাঙ্কলি স্পিকিং.. ওই জাপানিজ লোকটার আগমন ওই নিগ্রোর থেকেও বেশি ইরোটিকের মাত্রা বাড়াবে মনে হয়. যদিও জানিনা তার রোল কতটা আছে কারণ আর একটা পর্ব বাকি. ওই বিদেশি পানু থেকে জাপানিজ পানু হাজার গুনে ভালো হয়. একটা গল্প অন্তত থাকে ওতে.
এবারে আবার কানু পাগলার আগমন........ সে আবার কি ভূমিকা পালন করে দেখার. নাগপাশে বন্দিনী সুন্দরী.... অজান্তেই ভুল করে ফেলেছে কিন্তু সেই ভুল দারুন উপভোগও করেছে..... ওই ভুলের নেশা যদি লেগে যায় তো বাবারে!!!
সেই .. এমন সময় দুই বিদেশি দুর্বৃত্তের আগমন ঘটলো যখন গল্প প্রায় শেষের দিকে। জানি না ওদের কতটুকু কার্যকারিতা থাকবে পরবর্তী পর্যায়ে।
তবে লোভ-লালসা-কাম ইত্যাদি ষড়রিপুর আহ্বানে বশবর্তী হয়ে মানুষ মাত্রই তো ভুল করে, তুমি সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে সেই ভুল আদৌ শুধরে নিতে পারছে কিনা সেটাই দেখার।