Thread Rating:
  • 32 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica সেক্টর ফাইভের সেক্স --- কামদেব ২০১৬ রচিত
## ৬১ ##

কটা মনোরম নাতিশীতোষ্ণ আবহাওয়া, সূর্য্যকিরণ স্নাত সুন্দর সকাল, চতুর্দিক প্রস্ফুটিত হয়ে আছে পারিজাত ফুল এই কি তবে নন্দনকানন! কেমন করে পৌঁছালো সে এখানে? কে নিয়ে এসেছে তাকে এই দারুন ভালোলাগার দেশে? কে সেই পরাণসখা?


চলকে তুঝে ম্যায় লেকে চলু এক ঐসি গগন কে তলে,
জহাঁ গম ভী না হো, আঁসু ভী না হো, বস প্যার হী প্যার পলে।।


কে যেন তার হাত ধরে নিয়ে চলেছে ওই সরোবরের দিকে, যেখানে কাকচক্ষু স্ফটিক জলে ভেসে আছে পানকৌড়ি। ওখানে আছে চরম প্রশান্তি, অপার আনন্দ, যৌবনের প্রগাঢ় প্রাপ্তি। একরাশ ভালোলাগা, যার স্বাদ বহুদিন ধরেই সে পায় নি, এমনকি স্বামী ছাড়াও একজোড়া পরকিয়া প্রেমের উদ্দাম কামলীলা সত্ত্বেও, যে পুলক ছিলো তার অধরা, সেই মন ভালো করা কবিতার আমেজ যেন ছড়িয়ে দিচ্ছে তার শরীর মনে। কি পবিত্রতা, কি স্নিগ্ধতা।


তুম্হি দিন চড়ে, তুম্হি দিন ঢলে, তুম্হি হো বন্ধু, সখা তুম্হি


অস্পষ্ট মুখটা আবছায়ায় কেমন পাল্টে পাল্টে যাচ্ছে। ক্লিনশেভেন দেবাংশুর মুখটা ফেড আউট করে এলো ফ্রেঞ্চকাট ৠত্বিকের মুখ, তারপরই ভেসে উঠলো শ্মশ্রুগুম্ফহীন লোকেশের নির্লোম মুখ, সবচেয়ে শেষে সবথেকে স্পষ্ট হয়ে উঠলো যত্নলালিত সরু গোঁফের নীলের মুখ। একটা ইস্টিকুটুম পাখি যেন মিষ্টি গলায় বলে উঠলো, চোখ খোলো, উর্মিরানি, চোখ খুলে দেখো, কে তোমার পরাণবন্ধু


তোমার ঘরে বাস করে কারা মন জানো না,
তোমার ঘরে বসত করে কয়জনা।
এক জনায় সুর তোলে একতারে, মন,
আরেকজন মন্দিরাতে তাল তোলে,
আবার বেসুরো সুর ধরে দেখো
কোন জনা, কোন জনা,
তোমার ঘরে বসত করে কয়জনা।

##################
[+] 3 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: সেক্টর ফাইভের সেক্স --- কামদেব ২০১৬ রচিত - by ddey333 - 08-12-2021, 09:29 AM



Users browsing this thread: 1 Guest(s)