06-12-2021, 09:20 PM
(This post was last modified: 07-12-2021, 04:25 PM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
জ্যোৎস্না "বাসুদেব ডাক্তার কে একটা ফোন করতো , বল কত্তা মা এখুনি প্রেসার দেখে দিয়ে বললো !" লিনা দেবী বলে রান্না ঘরে গেলেন । "এই শিবু শিবু , গাড়ির গ্যারেজ থেকে নতুন সিলিন্ডার নিয়ে যায় দোতলায় । শিবু অন্য কোথাও কাজে ছিল । দৌড়ে এসে বললো "এখনই আসছি কত্তা মা , হাতে বাগানের মাটি লেগে ধুইয়ে আসি । " শিবু আজ ৩০ বছর কাজ করছে এবাড়িতে । একটু তফাতে ভাড়া নিয়ে থাকে, সংসার আছে তার , ছেলে লেদের কারখানায় কাজ করে , বৌ মেয়ে বাড়িতে থাকে , মেয়ে ছোট , শিবুর বয়স ৪৭-৪৮ হবে । দেবুর বাবা থাকাকালীনই শিবু কাজ শুরু করে । শিবুর বাবাও এ বাড়িতেই কাজ করেছে মারা যাবার আগে অবধি । শিবুর বৌ মাঝে মাঝে এসে লিনা দেবীর ফাই ফরমাস খাটে, বিশেষ করে যখন কোনো অনুষ্ঠান হয় , বা উৎসব পার্বনে রান্না হয় , বা বাড়িতে অথিতি আসে । কত্তা মা ডাক্তার বাবু কে আসতে বলে দিয়েছি বললো মিনিট ৫ এক এর মধ্যেই আসবেন । জোৎস্না বলে কাপড় ধুতে চলে যায় । ফটফটি স্কুটারে এসে পৌঁছালেন বাসুদেব ডাক্তার । "কি হে দেবুর মা ? কি কান্ড বাঁধলে , কি দেখি এস ?"প্রবীণ এই ডাক্তার কমিক চরিত্র ছাড়া কিছু নন । ওষুধ লেখেন না খুব প্রয়োজন ছাড়া । সব রোগ দেখেই বলা অভ্যাস ওহ কিছু না , কিছুই হয় নি , শুধু মনের রোগ । কিন্তু তার হাতে রোগ সাড়ে অন্য সব ডাক্তারের চেয়ে বেশি । লিনা দেবী এসে হাত বাড়িয়ে প্রেসার মেপে নিলেন । "ধ্যুস দিব্বি ১২৬ বাই ৮৯ , ছেলের চিন্তা একটু কম করো বুঝলে , তোমাদের যা খাওয়া দাও তাতে তোমাদের কোনো দিন রোগ হবে না ! রোগ হয় তো গরিব লোকেদের যারা খেতে পায় না , এসব মনের রোগ ! কিছু হয় নি কিস্যু হয় নি !"বলে টাকা পয়সা না নিয়ে হন হন করে বেরিয়ে চলে যায় । এমনি তার স্বভাব কিছু না হলে কোনো পয়সায় নেয় না ।