05-12-2021, 10:05 PM
(05-12-2021, 09:51 AM)Sreerupamitra Wrote: সংসারের কত অঘটন নিয়মিত ঘটে চলেছে যার সবসময় বুদ্ধিতে ব্যাখ্যা সম্ভব না। রাতুলা যখন গর্ভবতী হয় তখন ঘটা করে সাধ এর আয়োজন করে মমতা এবং সেই অনুষ্ঠানে অরুণ উপস্থিত থাকে কারন তার সন্তান মমতার গর্ভে বড় হচ্ছে। মমতাই সে কথা ঘোষণা করে। অদিতিও মা হতে চলেছে। সংসারে যেন একটা স্থিতাবস্থা এল এত দিন পরে। এটাই বোধ হয় ঈশ্বরের ইচ্ছা ছিল। ঝড় চলে যাবার পরে যেমন আকাশ শান্ত নিল হয়ে ওঠে সেই রকম ই পারাবারিক পরিবর্তন একটা স্বাভাবিক ছন্দে ফেরে।আপনার লেখা " বদল " Xossip ওয়েব আর্কাইভ থেকে অনেকটাই উদ্ধার করেছি , যদিও গল্পটা আপনি বোধহয় শেষ করেননি ওখানে ...
সন্দিপ এর বাড়িতেই এখন রাতুলা থাকে। অরুণ বাড়ি বিক্রি করে চালসায় একটা বাংলো কিনেছে, ওখানেই মমতার সাথে ওর সংসার। অদিতি সুমিত কে নিয়ে তার কর্ম স্থলে ফিরে গেছে ডিভোর্স পাবার পরে।এই খানেই এই গল্পের পরিসমাপ্তি।
এখানে দেবো , যদি পারেন তাহলে শেষ করবেন দয়া করে ...