05-12-2021, 06:43 AM
# অন্য_রূপকথা
হাওড়া স্টেশানের ভিড়ে, অসুস্থ একটি মেয়ে।
কাঁধে ব্যাগ, সঙ্গে একটি ছোট্ট ট্রলি ব্যাগ।
কোনোরকমে একটি নালা খুঁজে পেয়ে মেয়েটি বমনরত। এতটাই অসুস্থ যে, ব্যাগ তো বটেই, নিজের পোষাকও যে ঈষৎ অসংবৃত, সেদিকে খেয়ালই নেই মেয়েটির।
কিন্তু, মেয়ে তো! হঠাৎ মনে হল পিছনে কেউ এসে দাঁড়িয়েছে।
একটু সামলে নিয়ে তাকালো মেয়েটা সেইদিকে। মুখে কষাটে স্বাদ... মাথা ঘুরছে বড্ড...
মধ্যবয়সের একজন মানুষ। হাতে একটা জলের বোতল।
"দিদি, এই যে জল নিন... মুখে চোখে জল দিয়ে নিন। একটু ভাল লাগবে। আমি ওই সামনের দোকানে কাজ করি। আপনাকে অসুস্থ দেখে এলাম।"
কথাটার মধ্যে কিছু একটা ছিল।
ভরসা।
বিশ্বাস।
আস্থা।
যে দেশে প্রতি মিনিটে সাতাত্তর জন মহিলা ধর্ষিতা হন, একশোর বেশি মহিলা মলেস্টেড, এবং গননাহীন মহিলা শ্লীলতাহানি এবং কটুক্তির শিকার হন, সেই দেশ এবং সমাজের ক্ষেত্রে এমনি ব্যবহার একটিই জিনিস বোঝায়, অন্য অনেকবারের মতো - আমাদের চারপাশেই আছেন অনেক মানুষ... যাঁরা জানেন, কিভাবে পাশে দাঁড়াতে হয়। হাত বাড়াতে হয়।
কিভাবে জানলাম? আমিই যে সেই টলমলে মেয়েটি, যে সারারাত অসুস্থতার পরেও, বন্ধুদের মনখারাপ করাবে না বলে, আগে থেকে ঠিক করে রাখা ট্রিপের জন্য ট্রেন ধরতে ভোররাতে পৌঁছে গেছিল হাওড়া স্টেশানে... আর দেখা পেয়ে গেছিলাম একজন মানুষের।
মানুষের মতো একজন মানুষের।
এই ছোট্ট ছোট্ট ঘটনাই যে বুঝিয়ে দেয় রূপকথা আছে... শুধু চোখ মেলে দেখার অপেক্ষায়... হাতটি বাড়াবার অপেক্ষায়...
(একটু সুস্থ হয়ে জানতে পারলাম উনি ২৩ নাম্বার প্ল্যাটফর্মের ওষুধের দোকানে কাজ করেন, যিনি, অসুস্থ একজনকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। নিজের দোকান ছেড়ে। শুধুই সাহায্য করার জন্য।)
হাওড়া স্টেশানের ভিড়ে, অসুস্থ একটি মেয়ে।
কাঁধে ব্যাগ, সঙ্গে একটি ছোট্ট ট্রলি ব্যাগ।
কোনোরকমে একটি নালা খুঁজে পেয়ে মেয়েটি বমনরত। এতটাই অসুস্থ যে, ব্যাগ তো বটেই, নিজের পোষাকও যে ঈষৎ অসংবৃত, সেদিকে খেয়ালই নেই মেয়েটির।
কিন্তু, মেয়ে তো! হঠাৎ মনে হল পিছনে কেউ এসে দাঁড়িয়েছে।
একটু সামলে নিয়ে তাকালো মেয়েটা সেইদিকে। মুখে কষাটে স্বাদ... মাথা ঘুরছে বড্ড...
মধ্যবয়সের একজন মানুষ। হাতে একটা জলের বোতল।
"দিদি, এই যে জল নিন... মুখে চোখে জল দিয়ে নিন। একটু ভাল লাগবে। আমি ওই সামনের দোকানে কাজ করি। আপনাকে অসুস্থ দেখে এলাম।"
কথাটার মধ্যে কিছু একটা ছিল।
ভরসা।
বিশ্বাস।
আস্থা।
যে দেশে প্রতি মিনিটে সাতাত্তর জন মহিলা ধর্ষিতা হন, একশোর বেশি মহিলা মলেস্টেড, এবং গননাহীন মহিলা শ্লীলতাহানি এবং কটুক্তির শিকার হন, সেই দেশ এবং সমাজের ক্ষেত্রে এমনি ব্যবহার একটিই জিনিস বোঝায়, অন্য অনেকবারের মতো - আমাদের চারপাশেই আছেন অনেক মানুষ... যাঁরা জানেন, কিভাবে পাশে দাঁড়াতে হয়। হাত বাড়াতে হয়।
কিভাবে জানলাম? আমিই যে সেই টলমলে মেয়েটি, যে সারারাত অসুস্থতার পরেও, বন্ধুদের মনখারাপ করাবে না বলে, আগে থেকে ঠিক করে রাখা ট্রিপের জন্য ট্রেন ধরতে ভোররাতে পৌঁছে গেছিল হাওড়া স্টেশানে... আর দেখা পেয়ে গেছিলাম একজন মানুষের।
মানুষের মতো একজন মানুষের।
এই ছোট্ট ছোট্ট ঘটনাই যে বুঝিয়ে দেয় রূপকথা আছে... শুধু চোখ মেলে দেখার অপেক্ষায়... হাতটি বাড়াবার অপেক্ষায়...
(একটু সুস্থ হয়ে জানতে পারলাম উনি ২৩ নাম্বার প্ল্যাটফর্মের ওষুধের দোকানে কাজ করেন, যিনি, অসুস্থ একজনকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। নিজের দোকান ছেড়ে। শুধুই সাহায্য করার জন্য।)