Thread Rating:
  • 18 Vote(s) - 3.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery “একলা আকাশ” --- Ratinath
#7
এইভাবেই দিন তিন/চার কেটে যায় মতির মা রাঁধা বাড়া করে দেয় শরৎ নাতিকে কলেজে আনা-নেওয়া করতে থাকেন আর শকুন্তলার দেখভালও করেন

দেবেন প্রায়ই শকুন্তলাকে দেখতে আসে
একদিন স্বাতী রায় শকুন্তলার মা মধ্যমপুর থেকে এসে নাতি অপূর্বকে কদিন তাদের মধ্যমপুরের বাড়িতে নিয়ে যেতে চাইলে শকুন্তলা কিছুটা নিমরাজি হয়ে বলে ..আচ্ছা,শ্বশুরমশাইকে একবার জিজ্ঞাসা করে দেখি
শকুন্তলার শ্বশুর শরৎবাবু মনে মনে খুশি হন এবং বেয়াইন স্বাতীকে বলে..আরে আপনি আপনার নাতির সাথে কয়েকটাদিন কাটাতে চান এতো আনন্দের কথা আর বেচারাও খালি বাড়ি-কলেজ-বাড়ি করে মামাবাড়ি গেলে ওরও একটু বেড়ানো হবে
শকুন্তলা শ্বশুরের অনুমতি দেওয়াতে পূর্বাপর কিছু কি হবে সেইবিষয়ে চিন্তা করে না
৭বছরের অপূর্বও বেড়াতে যাবার কথায় প্রচন্ড খুশি হয় একটা ব্যাগে ওর কিছু খেলনা গোছাতে থাকে
শকুন্তলা ছেলের খুশি দেখে বলেন..খালি,খেলনা ভরলে হবে না সোনা কয়েকটা খাতা,পেন,আর বইও নিতে হবে মামাবাড়ি গিয়ে খালি খেলে বেড়ালেই হবে ? ওখানে দাদুর কাছে সকাল-বিকাল পড়ালেখাটাও করতে হবে তারপর শকুন্তলা ছেলের ব্যাগ গুছিয়ে দেন
একটা রাত কাটিয়ে স্বাতীদেবী নাতি অপূর্বকে নিয়ে মধ্যমপুর রওনা হন শকুন্তলার শ্বশুর শরৎবাবু ওদের মধ্যমপুরগামী বাসে বসিয়ে দিয়ে আসেন
শকুন্তলার মা নাতিকে নিয়ে চলে যাবার পর বাড়িটা অদ্ভুত রকম নিঃস্তব্ধ লাগে ওর কাছে ঘরের কাজ সেরে নিজের রুমে ঢুকে শুয়ে তার হঠাৎ বিবাহ ..বৈধব্যের কথা মনে করে একটু কেমন অভিমানী হয়ে ওঠে কতো স্বপ্ন ছিল ওর মনে লেখাপড়ায়তো বেশ ভালোই ছিল দেখনদারিতেও ওকে সকলে সুন্দরীই বলতো কিন্তু রক্ষণশীল বাবার অবিবেচনা তার সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়েযায় বিবাহিত জীবনও শুরুতেই শেষ হয়ে ওকে দিনরাত কুঁড়তে থাকে আত্মঘাতী হতেও পারেনা ছেলের মুখ চেয়ে এক নিদারুণ অসহায়তায় ডুকরে ওঠে জীবন-যৌবনের দুঃসহ পরিস্থিতিতে মুক্তির আলো কবে পাবে এই সব ভাবতে ভাবতে ওর ক্লান্ত চোখে ঘুম নেমে আসে

[+] 6 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: “একলা আকাশ” --- Ratinath - by ddey333 - 05-12-2021, 05:48 AM



Users browsing this thread: