04-12-2021, 02:33 PM
(12-04-2020, 07:43 AM)prodip Wrote: সাবধানে আছি। দিন দশেক আগে একবারে বাজার করে এনেছি। টাটকা সবজি আর মাছ মিস করি। বিকেলে ৪০-৫০ মিনিট ডিস্টেন্স মেইনটেইন করে হাটতে যাই পার্কে। ফিরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। মুভি দেখি। আজ দেখলাম কোরিয়ান মুভি প্যারাসাইট। বই পড়ি। এখন পড়ছি "রবি ভাস্কর রামকিংকর" (লেখন মন্টু কুমার মন্ডল)।
প্রিয় গল্প গুলোর আপডেট আছে কি না দেখতে এখানে আসি দিনে বার কয়েক। বাসায় একা থাকি। বুয়া এসে রান্না আর ঘরদোর থালা বাসন পরিষ্কার করে দিয়ে যায় এক বেলা। বাসায় ঢুকার সাথে সাথেই, ড্রয়িং রুমের দরজায়,বাইরে থেকে পরে আসা ওঁর কাপড় চোপড় খুলে একটা পলিথিনে ভরে রাখে। তারপর স্নান সেরে আগের দিনে রেখে যাওয়া ধোয়া কাপড় পরে কাজ শুরু করে। যাবার আগে আজকে পরে আসা কাপড় ধুয়ে মেলে দিয়ে যায়। কাল পরবে।
আজ মেয়েটা এসিছিল। আমাদের বুয়ার মেয়ে। গার্মেন্টস বন্ধ থাকায় এখন ও বাড়িতে থাকে। তাই মা আর মেয়ে কাজ ভাগ করে নিয়েছে। কোনদিন মা আসে কোনোদিন মেয়ে আসে। সেক্স করি প্রায় প্রতিদিনই। দুজনেই জানে যে দুজনের সাথেই করি। কিন্তু তা নিয়ে আমাদের মধ্যে কোন আলাপ করি না। এঁদের সবার সাথে আমাদের প্রায় পারিবারিক সম্পর্ক। মেয়েটার বিয়ে দিয়েছিলাম আমিই। ওঁর বর আমাদের অফিসে কাজ করে।
এইভাবেই চলছে। স্ত্রী সন্তান বিদেশে ভালো আছে। করোনায় আটকে না গেলে এই মাসেই ওঁদের আসার কথা ছিল।