04-12-2021, 02:01 PM
(04-12-2021, 10:36 AM)Bumba_1 Wrote: কিন্তু এক্ষেত্রে তো ভিক্টিমের জবানবন্দিতে একটা লাইনও লেখা হয়নি। এই গল্পের প্রথম থেকেই পুরো ঘটনাবলী narrate করেছি আমি অর্থাৎ লেখক।
by the way, আমার এই কাহিনী শেষ হয়ে গেলেই গল্পগুচ্ছে হাত দেবো। আশাকরি ওই থ্রেড থেকে এখনো বেশ কিছু সৃষ্টি উপহার দিতে পারবো পাঠক বন্ধুদের। বড় গল্প বা উপন্যাস লেখার আর সেরকম কোনো ইচ্ছা নেই আমার। এর একটাই কারণ, আমার শরীর। শারীরিক প্রতিকূলতার ঝক্কি সামলে পাঠক বন্ধুদের কাছে করা commitment fulfill করতে গিয়ে জেরবার হয়ে যাচ্ছি আমি।
আর বাবান ভাই তো এরোটিক এবং নন-এরোটিক লেখা মিলিয়ে প্রায়শই আমাদের নতুন নতুন উপভোগ্য কাহিনী উপহার দিচ্ছে।
মিষ্টি মুহূর্ত শেষ করে তুমিও নতুন উপন্যাসে হাত দেবে .. সবকিছু যেভাবে চলছে, সেভাবেই চলবে।
নাগপাশ শেষ হলে সবকিছুই ননভেজ খেতে হবে
আর মিষ্টি মূহুর্ত শেষ হলে আমি দীর্ঘ 6-7 মাসের বিশ্রাম নেবো। তখন লিখবো। কিন্তু আপডেট দেবো না.... নিয়মিত আপডেট দেওয়া কতটা চাপের সেটা আপনাকে আর বোঝাতে হবে না ( বেচে গেলাম )
(04-12-2021, 12:34 PM)Baban Wrote: দেখো প্রত্যেকের নিজস্ব একটা ভালোলাগা /মন্দ লাগা আছে. সেটা তার ব্যাক্তিগত. কিন্তু লেখক কে নিজের মনের আর মাথার কথা শুনতে হয়. এটা তুমিও জানো. পাঠক সেই লেখা পড়ে নিজেদের ভালো খারাপ মতামত দেয়.
কাকোল্ড এমন একটা থিম যেটা সাধারণ চটি পাঠকদেরকেও আনন্দ দেয়, আবার কাকোল্ড অত্যাধিক পছন্দকারী মানুষদের চরম আনন্দ দেয়. এক্ষেত্রে 3rd person view, 1st person view দুটোই দারুন ইরোটিক. এবারে যে যেভাবে এনজয় করবে.
সবার গল্প শেষের পথে. আমার তো বড়ো গল্প লেখার সেইভাবে চিন্তা নেই. তাই এরপর সবাই হাত তুলে নাচবে
হাত তুলে তো নাচবোই..... কিন্তু সেটা কতদিন?
❤❤❤