04-12-2021, 01:18 PM
(03-12-2021, 09:27 AM)ddey333 Wrote: (বাংলাদেশের কবি আবরার শাহরিয়ারের একটি কবিতা। ফেসবুকের টাইমলাইন থেকে সংগৃহীত।)
'.রা গরু খায়, প্রিয় মাংস।
* রা গরুর পুজো করে, পবিত্র মাংস;
মনে মনে ধিক্কার দেয়,"শালারা ধর্ম করলো নাশ"!
* রা পাঁঠা ছাগল খায়।
'.রা নাক সিঁটকায়;
মনে মনে ধিক্কার দেয়, "পাঁঠার বিশ্রী গন্ধে দেশটাই শ্যাষ"!
বৌদ্ধরা শুকর খায়।
'.রা ঘেন্নাভরে চায়;
মনে মনে ধিক্কার দেয়,কাছে ঘেঁষলেও ঈমান থাকবে না লেশ"!
মাংসেও বিভাজন টানে ধর্ম।
মাংস নিয়ে কখনো-সখনো রক্তারক্তিও
হয় -- চলে দা, ছুরি, বর্ম; হরহামেশা যায় প্রাণও।
নারী মাংসের অবশ্য ধর্ম নেই, সবার প্রিয়,জাতীয় মাংস;
ধার্মিক, অ-ধার্মিক, নাস্তিক সবার কাছেই।
মিলেমিশে এমনকি জোর করে খেতেও আপত্তি নেই!
সত্য বড়ই অপ্রিয় - মেয়েদের মাংস ভক্ষণে কোন মতভেদ নেই।
\\ জাতীয় মাংস \\
আপনার এই কবিতা পড়ে আমার জীবনে ঘটা একটা ঘটনার কথা মনে পড়ে গেলো। তখন আমি ক্লাস নাইনে পড়ি। এতো কিছু বুঝতাম না। সবাই মানুষ এই বিশ্বাসেই এখনও বিশ্বাসী। তো পরীক্ষার ছুটিতে আমরা বন্ধুরা মিলে পিকনিকের আয়োজন করেছিলাম। খাঁসির মাংস ছিল মুখ্য আইটেম। তার মধ্যে আমার দুই বন্ধু শাহরুখ খান এবং অক্ষয় কুমার দ্বন্দ্বে পড়ে গেলেন। একজন জবাই ছাড়া মাংস খাবেন না। আর ওপর জন বলি দেওয়া ছাড়া। খুব সমস্যায় পড়েছিলাম সেদিন।