04-12-2021, 12:22 PM
(04-12-2021, 09:32 AM)Bichitravirya Wrote: এই উপন্যাস টা শেষ হলে আমি দীর্ঘ ছয়-সাত মাসের বিশ্রাম নেবো। ততদিন অন্যের গল্প পড়বো। দে দা এত গল্প ছাড়ছেন সেগুলো পড়বো, বাবান দার গল্প পড়বো, হেনরি মিলারের গল্প , কাকের গল্প, জুপিটার দার গল্প, ডিমপুচ, বেকপা, সায়রা দি, কত নাম বলবো আর...
তবে একটা সুখবর আছে। পরের উপন্যাসের খসড়া তৈরি হয়ে গেছে
ভালো করে সবাই দেখুন এই লোকটাকে!!
নিজে লেখা শেষে ৬-৭ মাসের বিশ্রাম নেবে আর গল্প পড়বে. কিন্তু আমাকে বার বার বলবে কবে নতুন গল্প আসবে? বড়ো গল্প কবে আসবে?
নিজের বেলায় ছুটি, অন্যের বেলায় মজায় লুটি
তবে যাই হোক .... একটা লম্বা গ্যাপ এর রেস্ট যখন পাচ্ছ আর সাথে নতুন গল্পের আইডিয়া রেডি..... তখন একদম ফেলে রেখোনা. আমি বলি কি এই মাসেগুলোতে একটু একটু করে লিখতে থাকো সময় পেলেই. তাহলে অনেকটা এগিয়ে থাকবে তুমি অটোমেটিকালি. আপডেট দেবার সেই চাপ কম থাকবে.