03-12-2021, 11:28 PM
(03-12-2021, 10:33 PM)Bumba_1 Wrote:
কিন্তু আমি ঠিক করেছি আগামী দুটো পর্বে এই গল্প শেষ করে দেবো,তাই আর অহেতুক situations বাড়াতে চাইনি।
শুনতে মাত্র দুটো পর্ব হলেও... লেখার মানের দিক থেকে আর লেখকের লেখনী ক্ষমতায় ওই দুই ও অনেক. তাই বলছি যদি এটাই ঠিক করে থাকো তাহলে বলবো এই শেষ দুই পর্ব যেন ধামাকেদার হয়. ভয়, আতঙ্ক, লোভ, লালসা, মানসিক পরিবর্তন, চাহিদা, আকর্ষণ, ক্ষুদা সব মিলিয়ে দুটো ভয়ানক উত্তেজক পর্ব. সিচুয়েশন বাড়ানোর প্রয়োজন নেই, এই বর্তমান পরিস্থিতিকেই নানাভাবে মেলে ধরা সম্ভব আর তুমি নিশ্চই সর্বসেরাটাই আমাদের সম্মুখে নিয়ে আসবে.