03-12-2021, 03:28 PM
(This post was last modified: 03-12-2021, 03:36 PM by sunilgangopadhyay. Edited 2 times in total. Edited 2 times in total.)
(03-12-2021, 03:10 PM)ddey333 Wrote: তারপর কেটে গেল দীর্ঘ সময়।
তারপর থেকে পৃথিবীর প্রতিটি ঘরে রানির আত্মা ভর করেছে স্ত্রী রূপে এবং রাজার প্রতিটি সংস্করন আজও স্বামী রূপে হন্যে হয়ে উত্তর খুঁজে বেড়ায় স্ত্রী -রা কিসে খুশি হয়? এ প্রশ্নের উত্তর কোনও বিবাহিত পুরুষের জানা থাকলে জানাবেন প্লিজ।
লেখা : ভারতীয় দাদা
আমার বোধহয় এর উত্তর কিছুটা জানা আছে। নারী খোঁজে পুরুষকে, চাটুকারকে নয়। আদিম পুরুষ তার নারীকে ভালবাসে, রক্ষা করে, তার আবদার শোনে, আবার তার কাছে আবদারও করে। জোর করে যখন ইচ্ছে হয়। বাইবেলের রুথের থেকে নারী এখনও তেমন কোনওখানে যায়নি।