01-12-2021, 07:01 PM
(01-12-2021, 06:49 PM)Nilpori Wrote: ধন্যবাদ বুম্বাদা।
আসলে ব্যাপার টা হল অনেক টা কবিগান এর মতন। বাবান হল ভোলা ময়রা, কিন্তু তার তো একজন এন্টনী লাগবে ই। আমি তো আর এন্টনী কবিয়াল হতে পারব না। তবু ও কিছু টা যদি সঙ্গত করা যায় তা হলে বাবান ভোলা ময়রা হবেই হবে।
এই ভোলা ময়রা কিন্তু এন্টোনি ছাড়াই বেশ কিছু গেয়ে শুনিয়েছে.
তুমি তো ব্যাস্ততার কারণে আর সবসময় আসতে পারোনি.
আমার সেই নন ইরোটিক থ্রেডের বেশ কিছু গল্প আর ছড়া / কবিতা তোমার প্রতিক্রিয়ার অপেক্ষায়. পড়ে ফেলো এক এক করে. সেই ভোলা ময়রা কতটা গান গাইল আর কেমন মিষ্টি বানালো