01-12-2021, 06:49 PM
(01-12-2021, 05:39 PM)Bumba_1 Wrote: যেমন শ্রুতিমধুর সঙ্গীত বাবান ভাইয়ের তার সঙ্গে অপূর্ব সঙ্গত নীলপরী দিদির .. দুজনেরই লাইক এবং রেপু প্রাপ্য।
ধন্যবাদ বুম্বাদা।
আসলে ব্যাপার টা হল অনেক টা কবিগান এর মতন। বাবান হল ভোলা ময়রা, কিন্তু তার তো একজন এন্টনী লাগবে ই। আমি তো আর এন্টনী কবিয়াল হতে পারব না। তবু ও কিছু টা যদি সঙ্গত করা যায় তা হলে বাবান ভোলা ময়রা হবেই হবে।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।