01-12-2021, 05:39 PM
(This post was last modified: 01-12-2021, 05:40 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(01-12-2021, 03:46 PM)Baban Wrote:ভুখ- বাবান
এই ভুখ মিটবে কবে?বার বার মনে হয় এইতো শুরু সবেকতটুকুই বা স্বাদ নিয়েছি?কতটুকুই বা সুখ পেয়েছি?ক্ষিদে যে মেটেনা মোদেরচাইওনা মেটাতে দেহেরক্ষিদে আরও বেড়ে চলেছেঅনবরত সে বলে চলেছেআরও চাই.. আরও চাইআরও.. আরও দাওযত পাই ততো কমকিছুতো একটা করো!সহজ নাহলে জোর করে করো আদায়সুখের মাঝের বাঁধা তাড়াতাড়ি করো বিদায়কত সুস্বাদু মাংস দেখোমুখে আসে জলআগে খাওয়া শুরু হোকচিবিয়ে ওই ফলচিৎকার যেন আরও আনন্দ দিচ্ছেজানি জানি অজান্তে সুখ সেও নিচ্ছেআরও দাও আরও খাবোক্ষিদে মোদের ভয়ানকহোক না মোরা রাক্ষসবাইরে সবাই নায়ক
#baban
(01-12-2021, 05:30 PM)Nilpori Wrote: লড়াইটা শুধু পেটের ছিল না –
লড়াইটা শুধু রক্তের ছিল না –
লড়াইটা শুধু – একটা ছিল না!
লড়াই টা শুধু যুক্তির ছিল না।
লড়াইটা ছাড়া – আর কোনো পথ ছিল না,
লড়াইটা ছাড়া -যার শেষ ছিল না।
লড়াই টা কখনো অস্ত্র নিয়ে নয় –
তবু – লড়াইটা বিনা রক্তেও নয়।
লড়াইটা মোটেই সমানে, – সমানে নয়;
লড়াইটা মোটেই শুধু, ‘একার’ – ‘আমার’ নয়।
যেমন শ্রুতিমধুর সঙ্গীত বাবান ভাইয়ের তার সঙ্গে অপূর্ব সঙ্গত নীলপরী দিদির .. দুজনেরই লাইক এবং রেপু প্রাপ্য।