01-12-2021, 03:46 PM
ভুখ- বাবান
এই ভুখ মিটবে কবে?
বার বার মনে হয় এইতো শুরু সবে
কতটুকুই বা স্বাদ নিয়েছি?
কতটুকুই বা সুখ পেয়েছি?
ক্ষিদে যে মেটেনা মোদের
চাইওনা মেটাতে দেহের
ক্ষিদে আরও বেড়ে চলেছে
অনবরত সে বলে চলেছে
আরও চাই.. আরও চাই
আরও.. আরও দাও
যত পাই ততো কম
কিছুতো একটা করো!
সহজ নাহলে জোর করে করো আদায়
সুখের মাঝের বাঁধা তাড়াতাড়ি করো বিদায়
কত সুস্বাদু মাংস দেখো
মুখে আসে জল
আগে খাওয়া শুরু হোক
চিবিয়ে ওই ফল
চিৎকার যেন আরও আনন্দ দিচ্ছে
জানি জানি অজান্তে সুখ সেও নিচ্ছে
আরও দাও আরও খাবো
ক্ষিদে মোদের ভয়ানক
হোক না মোরা রাক্ষস
বাইরে সবাই নায়ক
#baban