01-12-2021, 06:18 AM
পড়লাম বাবানদা...আপনার বেশীরভাগ গল্পগুলোতে একটা টুইস্ট থাকে।গল্পের শেষ পর্যন্ত না পড়লে সেটা বোঝা যায়না।কোনো একটা জাপানি উপকথাতে পড়েছিলাম একজন মানুষের তিনটি চরিত্র থাকে।একটা তার পারিপার্শ্বিক বন্ধুবান্ধবদের জন্য,একটা তার পরিবারের জন্য আর শেষেরটা শুধুই তার নিজের জন্য।সেখানে কারও প্রবেশ নিষিদ্ধ।হয়তো সেই নিষিদ্ধ গণ্ডির বেড়াজালের অবচেতন মনের মধ্যে এইধরনের অজাচার লুকিয়ে থাকে! স্থান কাল আর পাত্র এই তিনটি বস্তুর সঠিক মিলনে মানুষের মনের সেই লালায়িত রূপ বেরিয়ে আসে।যাইহোক এক কথায় অসাধারণ লাগলো।ভালো থাকবেন।