29-11-2021, 04:08 PM
(29-11-2021, 04:03 PM)a-man Wrote: যখন আকাশ সুচির গালে রং লাগাচ্ছিল তখন মনে মনে গানটার কথা চিন্তা করছিলাম! https://www.youtube.com/watch?v=4hoiwi3tE6w
সময় হয়তো তাদের দুজনকে একদিন এই গানের মতোই একসাথে নিয়ে যাবে আনন্দ ফুর্তির জন্যে, পাঠকের আশা তো তেমনই।
আকাশের ভূমিকায় পাঠক সন্তুষ্ট বলেই মনে করি আমি, কারণ আকাশকে এভাবেই নিজে থেকে শক্ত হাতে সময়কে ধরতে হবে তার চোখের তারাকে জিতে নেয়ার জন্যে।
সময় বয়ে চলছে, গৌরব তো গেছে কিন্তু কর্মক্ষেত্রের কেউ যে সুচির প্রতি আকৃষ্ট হবেনা সেটা তো বলা যায়না। এখানেও আকাশকেই শকুনের দৃষ্টি রাখতে হবে তার চোখের তারার প্রতি। এখন তো আকাশের বাবা মা প্রায় বুঝেই গেছে যে তাদের আদরের ছেলের নজরটা বিশেষ করে কোন দিকে।
Balam pichkaari গানটা ... মানে ওই ইয়ে জাওয়ানি হে দিওয়ানি সিনেমাটা এদেশের একটা আইকোনিক সিনেমা.... আমি সিনেমা টা দেখেছি কিন্তু তেমন ভালো লাগে নি... গান গুলো সেরা লাগে
অন্য পাঠকদের সন্তুষ্ট করতে পেরেছি সেটা জানি... আপনাকে করতে পেরেছি দেখে উৎসাহিত হলাম....
কর্মক্ষেত্রে কি হবে জানি না তবে কিছু একটা হবে আপনি পড়তে থাকুন
❤❤❤