29-11-2021, 01:07 PM
(29-11-2021, 12:16 PM)Baban Wrote: সময় বহিয়া যায়...... পটাপট যে এতগুলো দিন সপ্তা মাস বছর পেরিয়ে আজ চরিত্র গুলো বড়ো হয়ে গেলো. তার সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়লো নানা সমস্যায়. এটাই তো মাননীয় জীবনের একটা ধাপ. শুধু মানব কেন? সব জীবনেরই অংশগ এটি.
বেশ ভাল লাগল পর্বটি. বিশেষ করে শেষের দিকটা. তবে তুমি জানোই গল্পের মূল চরিত্র থেকেও ওই পিতার চরিত্রটি আমার কাছে সবথেকে পছন্দের. সেই প্রথম আপডেট থেকেই. তাই এবারেও তার পরিবর্তন হয়নি. লোকটা কেন জানি আলাদাই একটা পার্সোনালিটি আছে.. যেটা ফুটিয়ে তুলেছো অসাধারণ ভাবে. Very good
তবে এতদিন ওই নায়িকার ওপর রাগ হতো, এবারে এই নায়কের ওপর রাগ হচ্ছে. ওরে আমার নায়ক রে....... এখনো ঠিক করে বড়ো হলিনা... পালিয়ে যাবো.. নতুন সংসার করবো. এর মা এটাকে কেলাচ্ছে না কেন সেটাই ভাবছি? ও জানেই তো না ছেলে একটু বেশিই বড়ো হয়ে গেছে . এরকম এঁচোড়ে পাকা আলট্রা স্মার্ট ছেলেদের থেকে দূরে থাকায় ভালো.
Bmw বাইক কিনবে... ওরে আমার ধুমের আমির খান রে
আমি একটা জীবন দেখাতে চাইছিলাম... আপনার কমেন্ট পড়ে মনে হচ্ছে আমি সফল
❤❤❤