29-11-2021, 11:00 AM
(This post was last modified: 29-11-2021, 11:01 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
লাবনী আর আকাশের ব্যাপারটা যে কলেজের পরে আর এগোয়নি এটা দেখে বেশ ভালো লাগলো। তবে লাবনীদের মতো গায়ে পরা মেয়েদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক।
ইন্টারভিউ পর্ব পড়তে পড়তে আমার চাকুরী জীবনের প্রথম এবং একমাত্র ইন্টারভিউ এর কথা মনে পড়ে গেলো। Bhushan power and steel plant এ চাকরির জন্য অফিশিয়াল ইন্টারভিউ এর শেষে ম্যাডাম আমাকে দুটো প্রশ্ন করেছিলেন ..
১) আরো উচ্চশিক্ষা করতে চাই কি না। (আগে থেকেই আমাদের ইউনিভার্সিটির অধ্যাপকের সতর্ক করে দেওয়া বাণীতে সাবধান হয়ে বলেছিলাম "না, চাকরি করতে চাই। কারণ পড়তে চাই বললে ওদের তরফ থেকে উত্তর আসতো - "তাহলে পড়ো গিয়ে, চাকরি করার দরকার নেই"। যদিও পরবর্তীকালে ওরাই আমাকে MBA পড়িয়েছিল।)
২) আমি কফি না চা কোনটা খেতে পছন্দ করি। (এই প্রশ্নের কারণ অবশ্য আজও জানতে পারিনি)
বাজে বকাটা আমার আজকাল অভ্যাস হয়ে গিয়েছে। যাই হোক, এবার বাজে কথা ছেড়ে আসল কথায় আসি। নায়কের বাবার অফিসে নায়িকা কাজ করছে - ব্যাপারটা পুরো 'পরিণীতা'র হিন্দি ভার্সন। সবকিছু দেখে শুনে মনে হচ্ছে সুচিত্রা এবং আকাশের সম্পর্কের ভবিষ্যতের পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে আছে আকাশের বাবার সিদ্ধান্তের উপর।
সব মিলিয়ে ভালো লেগেছে আজকের পর্বটি।
ইন্টারভিউ পর্ব পড়তে পড়তে আমার চাকুরী জীবনের প্রথম এবং একমাত্র ইন্টারভিউ এর কথা মনে পড়ে গেলো। Bhushan power and steel plant এ চাকরির জন্য অফিশিয়াল ইন্টারভিউ এর শেষে ম্যাডাম আমাকে দুটো প্রশ্ন করেছিলেন ..
১) আরো উচ্চশিক্ষা করতে চাই কি না। (আগে থেকেই আমাদের ইউনিভার্সিটির অধ্যাপকের সতর্ক করে দেওয়া বাণীতে সাবধান হয়ে বলেছিলাম "না, চাকরি করতে চাই। কারণ পড়তে চাই বললে ওদের তরফ থেকে উত্তর আসতো - "তাহলে পড়ো গিয়ে, চাকরি করার দরকার নেই"। যদিও পরবর্তীকালে ওরাই আমাকে MBA পড়িয়েছিল।)
২) আমি কফি না চা কোনটা খেতে পছন্দ করি। (এই প্রশ্নের কারণ অবশ্য আজও জানতে পারিনি)
বাজে বকাটা আমার আজকাল অভ্যাস হয়ে গিয়েছে। যাই হোক, এবার বাজে কথা ছেড়ে আসল কথায় আসি। নায়কের বাবার অফিসে নায়িকা কাজ করছে - ব্যাপারটা পুরো 'পরিণীতা'র হিন্দি ভার্সন। সবকিছু দেখে শুনে মনে হচ্ছে সুচিত্রা এবং আকাশের সম্পর্কের ভবিষ্যতের পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে আছে আকাশের বাবার সিদ্ধান্তের উপর।
সব মিলিয়ে ভালো লেগেছে আজকের পর্বটি।