28-11-2021, 09:16 PM
রাত তখন দশটা পার হইছে। গুলশান এক নম্বরের রাস্তায় একটা গলিতে আমাদের মাইক্রোটা ঢুকলো। জিমনেসিয়ামের নীচে পার্ক করলো ড্রাইভার। ঢাকা শহরে এখন প্রচুর জিম ব্যবসা গজাইছে। বছর দুয়েক আগে মাইয়া ধরার আশায় চার হাজার টাকা দিয়া ভর্তি হইছিলাম একটাতে, কন্টিনিউ করা হয় নাই। ছাত্র মানুষ এত টাকা দিয়া পোষাইতে ছিল না। মুল দরজা দিয়া না ঢুইকা পিছের একটা চোরা দরজার সামনে গেলাম। ভিতর থেকে জিগাইতেছে, কোড নাম্বার কত। মাইয়াদের মধ্যে যেইটা একটু বড় সেইটা বললো, জি টি টু থার্টি সিক্স। ভিতরের লোকটা বললো, ওয়েলকাম ম্যাডাম। তারপর খটাং শব্দ কইরা অটোমেটিক লকটা খুললো। এর মধ্যে বাকি মাইয়াগুলার সাথে টুকটাক কথা হইছে। ক্যাটারিঙের দলে নাকি আরো ষোলটা মাইয়া আছে, তারাও আসবো। মেইন বাবুর্চি দুইজন আর আমরা দুইজন হেল্পার। ভিতরে ঢুইকা তো চক্ষু চড়ক গাছ। জিমের যন্ত্রপাতি সরায়া পুরাটা অন্য ভাবে সাজানো। এখনও লোকজন আসে নাই। কিচেনের সাইডটাতে আইসা দুইটা সাদা এপ্রোন ধরায়া দেওয়া হইলো। শুভ কইলো, খালি কি বাবুর্চির কাজই করতে হইবো নাকি?
আমিঃ তাইলে পুরা ধরা।
রান্না ঘরে পুরা কাজের ছেলের মতন খাটাইলো এক ঘন্টা। খাবার আগে থিকাই হাফ রেডি কইরা আনছে। যাস্ট মিক্স আর গরম করতেছে এইখানে। কামের ফাঁকে ফাঁকে দরজা দিয়া পার্টি হলটা দেখার চেষ্টা করতেছি।
হলরুমটাতে লোকজনের কথায় গম গম করতেছে, কিন্তু যাওনের সুযোগ হইতেছে না। শেষে গোল ট্রে তে শ্রিম্প স্টিক দিয়া বুইড়া বাবুর্চিটা আমাদের হাইসা কইলো, যান এখন ভিতরে নিয়া যান।
মাইয়াগুলা তো শুরু থিকাই আসা যাওয়া করতেছে। হলরুমে বদ্ধ ঘরে মিউজিকের শব্দে কিছু শোনা যায় না। অনেক লোক, মাইয়া পুরুষ মিলায়া হয়তো একশ হইবো। মাইয়াই বেশী। নাফিসাগো মত স্কার্ট পরা আছে, আবার রেগুলার ড্রেসেও আছে।
ট্রে দুইটা একটা টেবিলে রাইখা বাথরুমে গিয়া হাত মুখ ধুইয়া, চুল সাজাইয়া ভদ্র লোকের মত পার্টিতে রি-এন্টার করলাম। লোকে সব সাইজা গুইজা আসছে। আপস্কেল পার্টি, এন্ট্রি ফি নিশ্চয়ই অনেক। শুভ কইলো, এক্সট্রা ড্রেস আনা উচিত ছিল। বালের সাদা টাক্সিডোতে এখনও খ্যাত খ্যাত দেখাইতাছে।
হলরুমটাতে কয়েকটা ভাগ করা হইছে। একদিকে ছোট বার। ঐটার সামনে কিছু টেবিল চেয়ার সোফা। মধ্য বয়সী বেশ কিছু লোক খাইতেছে আর গল্প করতেছে। টেবিলগুলা পার হইয়া বাফে বুথে খাবারের সারি। এরপর বড় একটা খোলা জায়গা। দোতালায় ওঠার সিঁড়ি। তারপর রুমের আরেক মাথায় কাঠের পাটাতন, ওইটারে বানাইছে ড্যান্স ফ্লোর। মিরর বল বসাইছে ছাদে। মাইয়াগুলার বড় অংশ ঐদিকে, ছোকরা টাইপের লোকজনও আছে। ছোকরা বলতে ত্রিশ বা তার উপরে। এইখানে আমাদের বয়সী কাউরে চোখে পড়ে নাই, মানে পুরুষ পোলাগো মধ্যে। শুভ আর আমি হাঁটতে হাঁটতে ঐদিকে গেলাম। জমজমাট পরিবেশ পাইয়া গা গরম হইয়া গেল। এরম পার্টিই তো করতে মন চায়। মাইয়া যে কয়েকটা দেখি সবগুলাই সুন্দর। তারচেয়েও বেশী সুন্দর কইরা সাইজা আসছে। মধ্যবিত্ত মাইয়ারা সেই তুলনায় সাজগোজ করতে শিখে নাই। মাইয়াদের সাথে সাথে পুরুষগুলারে দেইখাও বোঝার চেষ্টা করতেছি এরা কারা। শুভরে কইলাম, কাউরে চিনস?
শুভঃ নাহ।
আমিঃ একটু বয়সী লোকজন, তোর কি মনে হয়?
শুভঃ হ। চাকরীজীবি ব্যবসায়ী টাইপের। বাসায় বৌ রাইখা মৌজ করতে আসছে।
আমিঃ পলিটিশিয়ানও থাকতে পারে।
শুভঃ তাতো অবশ্যই। তাগো পোলাপানরাও থাকতে পারে। দেশে টপ এক রাজাকারের দুই পোলা তো এইসব পার্টির রেগুলার কাস্টমার। এদের একটার ছবি দেখছি, ইউরোপে গিয়া লুচ্চামি করতেছে।
আমিঃ আমিও দেখছি, কি আর বলবি! দাড়ি টুপী রাইখা এরা মাদ্রাসার ছাত্র গুলারে চুইষা খায়। ওদিকে নিজেদের পোলাপান গুলা পড়ে বিদেশে আর ইচ্ছামত বেলেল্লাপনা করে।
আমি একটা মোচুয়ারে দেখাইয়া কইলাম, দেখ দেখ, এই শালায় না টিভিতে টক শো হোস্ট করে?
শুভঃ হু তাইতো মনে হয়। হারামজাদা দিনে ভদ্রতা শিখায় আর রাইতে আসছে ল্যাংটা পার্টিতে।
আমাদের সাথে চোখাচুখি হওয়ার সাথে সাথে লোকটা মুখ ঘুরায়া ফেললো।
আমিঃ তাইলে পুরা ধরা।
রান্না ঘরে পুরা কাজের ছেলের মতন খাটাইলো এক ঘন্টা। খাবার আগে থিকাই হাফ রেডি কইরা আনছে। যাস্ট মিক্স আর গরম করতেছে এইখানে। কামের ফাঁকে ফাঁকে দরজা দিয়া পার্টি হলটা দেখার চেষ্টা করতেছি।
হলরুমটাতে লোকজনের কথায় গম গম করতেছে, কিন্তু যাওনের সুযোগ হইতেছে না। শেষে গোল ট্রে তে শ্রিম্প স্টিক দিয়া বুইড়া বাবুর্চিটা আমাদের হাইসা কইলো, যান এখন ভিতরে নিয়া যান।
মাইয়াগুলা তো শুরু থিকাই আসা যাওয়া করতেছে। হলরুমে বদ্ধ ঘরে মিউজিকের শব্দে কিছু শোনা যায় না। অনেক লোক, মাইয়া পুরুষ মিলায়া হয়তো একশ হইবো। মাইয়াই বেশী। নাফিসাগো মত স্কার্ট পরা আছে, আবার রেগুলার ড্রেসেও আছে।
ট্রে দুইটা একটা টেবিলে রাইখা বাথরুমে গিয়া হাত মুখ ধুইয়া, চুল সাজাইয়া ভদ্র লোকের মত পার্টিতে রি-এন্টার করলাম। লোকে সব সাইজা গুইজা আসছে। আপস্কেল পার্টি, এন্ট্রি ফি নিশ্চয়ই অনেক। শুভ কইলো, এক্সট্রা ড্রেস আনা উচিত ছিল। বালের সাদা টাক্সিডোতে এখনও খ্যাত খ্যাত দেখাইতাছে।
হলরুমটাতে কয়েকটা ভাগ করা হইছে। একদিকে ছোট বার। ঐটার সামনে কিছু টেবিল চেয়ার সোফা। মধ্য বয়সী বেশ কিছু লোক খাইতেছে আর গল্প করতেছে। টেবিলগুলা পার হইয়া বাফে বুথে খাবারের সারি। এরপর বড় একটা খোলা জায়গা। দোতালায় ওঠার সিঁড়ি। তারপর রুমের আরেক মাথায় কাঠের পাটাতন, ওইটারে বানাইছে ড্যান্স ফ্লোর। মিরর বল বসাইছে ছাদে। মাইয়াগুলার বড় অংশ ঐদিকে, ছোকরা টাইপের লোকজনও আছে। ছোকরা বলতে ত্রিশ বা তার উপরে। এইখানে আমাদের বয়সী কাউরে চোখে পড়ে নাই, মানে পুরুষ পোলাগো মধ্যে। শুভ আর আমি হাঁটতে হাঁটতে ঐদিকে গেলাম। জমজমাট পরিবেশ পাইয়া গা গরম হইয়া গেল। এরম পার্টিই তো করতে মন চায়। মাইয়া যে কয়েকটা দেখি সবগুলাই সুন্দর। তারচেয়েও বেশী সুন্দর কইরা সাইজা আসছে। মধ্যবিত্ত মাইয়ারা সেই তুলনায় সাজগোজ করতে শিখে নাই। মাইয়াদের সাথে সাথে পুরুষগুলারে দেইখাও বোঝার চেষ্টা করতেছি এরা কারা। শুভরে কইলাম, কাউরে চিনস?
শুভঃ নাহ।
আমিঃ একটু বয়সী লোকজন, তোর কি মনে হয়?
শুভঃ হ। চাকরীজীবি ব্যবসায়ী টাইপের। বাসায় বৌ রাইখা মৌজ করতে আসছে।
আমিঃ পলিটিশিয়ানও থাকতে পারে।
শুভঃ তাতো অবশ্যই। তাগো পোলাপানরাও থাকতে পারে। দেশে টপ এক রাজাকারের দুই পোলা তো এইসব পার্টির রেগুলার কাস্টমার। এদের একটার ছবি দেখছি, ইউরোপে গিয়া লুচ্চামি করতেছে।
আমিঃ আমিও দেখছি, কি আর বলবি! দাড়ি টুপী রাইখা এরা মাদ্রাসার ছাত্র গুলারে চুইষা খায়। ওদিকে নিজেদের পোলাপান গুলা পড়ে বিদেশে আর ইচ্ছামত বেলেল্লাপনা করে।
আমি একটা মোচুয়ারে দেখাইয়া কইলাম, দেখ দেখ, এই শালায় না টিভিতে টক শো হোস্ট করে?
শুভঃ হু তাইতো মনে হয়। হারামজাদা দিনে ভদ্রতা শিখায় আর রাইতে আসছে ল্যাংটা পার্টিতে।
আমাদের সাথে চোখাচুখি হওয়ার সাথে সাথে লোকটা মুখ ঘুরায়া ফেললো।