27-11-2021, 07:45 PM
(27-11-2021, 07:39 PM)Bumba_1 Wrote: সতীদাহ কিংবা বাল্যবিবাহে মহিলাদের প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন কি ভাবে ছিলো আমার জানা নেই .. তবে মহাভারত এবং রামায়ণ এই দুটি ক্ষেত্রে মহিলাদের অবদান অনস্বীকার্য।
মন্থরার কুমন্ত্রণা এবং তার সঙ্গে কৈকেইয়ের লোভের জন্য রাম বনবাসে গিয়েছিলেন এবং সেখান থেকেই রাম এবং রাবণের যুদ্ধ হয়েছিল।
অন্যদিকে শান্তনুর জীবনে সত্যবতী বলে যদি কেউ না আসতো তাহলে বোধহয় মহাভারতটাই হতো না।
বাহ্.... খুব সুন্দর বলেছো. অনেক সময়ই পুরুষ নয় নারীই নারীর শত্রু হয়ে উঠেছে. অনেক পুরুষ শুধু নয়, অনেক নারী নিজেও চায় অন্য নারী পুরুষের অধীনে থাকুক... তাদের ওপর কথা বলার স্পর্ধা না থাকুক. মেয়ে হয়ে পুরুষ হবার চেষ্টা না করুক.
এক্ষেত্রে বলবো সঠিক শিক্ষা আর নজরে রাখা ও প্রয়োজনে শাস্তি দেওয়া আলাদা ব্যাপার.. কিন্তু নারীর ভেতরের সবরকম সত্তা নষ্ট করে বা চেপে দিয়ে একপ্রকার দাসী করে রাখা আলাদা ব্যাপার