27-11-2021, 07:39 PM
(27-11-2021, 06:03 PM)Bichitravirya Wrote: এখানে একটা কথা মাথায় এলো.... জানিনা আপনারা দুজন কিভাবে রিয়েক্ট করবেন... তবুও আপনারা দুজন বলে বলছি....
মেয়েদের আজও পর্যন্ত যা সর্বনাশ হয়েছে.... সেই আদি প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত সব কিছুর পিছনে পুরুষ থাকলেও এই পারমিতার মতো কোন না কোন এক মেয়ের পরোক্ষ বা প্রত্যক্ষ সাহায্য সব সময় থেকেছে.... সে সতীদাহ বলুন কি বাল্যবিবাহ বলুন কি কুলীন প্রথা বলুন....
আমি জানি না কথাটা আপনারা কিভাবে নেবেন... তবুও বললাম
❤❤❤
সতীদাহ কিংবা বাল্যবিবাহে মহিলাদের প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন কি ভাবে ছিলো আমার জানা নেই .. তবে মহাভারত এবং রামায়ণ এই দুটি ক্ষেত্রে মহিলাদের অবদান অনস্বীকার্য।
মন্থরার কুমন্ত্রণা এবং তার সঙ্গে কৈকেইয়ের লোভের জন্য রাম বনবাসে গিয়েছিলেন এবং সেখান থেকেই রাম এবং রাবণের যুদ্ধ হয়েছিল।
অন্যদিকে শান্তনুর জীবনে সত্যবতী বলে যদি কেউ না আসতো তাহলে বোধহয় মহাভারতটাই হতো না।