30-04-2019, 08:18 PM
আমি মতামত দিচ্ছি না, আমার মনের ইচ্ছের কথাগুলো বলছি। আর মতামতের কথা যদি বলতেই হয় তাহলে এক কথায় অনবদ্য, অসাধারণ, আকর্ষণীয়, অনেক দিন মনে রাখার মতো, মনে দাগ কাটার মতো গল্প, হোক না কাল্পনিক তাতে কি, কয়েকদিন আনন্দ তো পেলাম যতদিন না XOSSIP-এর মতো এই সাইটটি বন্ধ হয়ে না যায় আমাদের মত মুর্খ পাঠকগণ আসবে পড়বে আনন্দ পাবে আর লেখককে ধন্যবাদ জানাবে-মন থেকে।