25-11-2021, 08:05 PM
(25-11-2021, 07:54 PM)Jupiter10 Wrote: আমি যখন এখানে নতুন আসি তখন একজন পাঠক বন্ধু আমাকে পরিমনির ফ্যান্টাসি নিয়ে গল্প লিখতে বলেন। তিনি বলেন যে আপনার কোন এক গল্প অভিনেত্রী ফ্যান্টাসি নিয়ে লেখা হয়েছে। তিনিই প্রথম বলেন আপনার কথা যে বাবান দা এতো দিনে লিখে আসছেন। আর আপনার রেপুটেশন এবং বিরাট গল্পের তালিকা দেখে আমার ধারণা জন্মে। তার উপর কিছু হিন্দি গল্পও আছে। বাংলা এবং হিন্দি ভাষায় সমান দখল যা সত্যিই প্রশংসনীয়। তাই ভেবেছিলাম। নতুন গসিপের নতুন এবং প্রথম লেখক।
যাইহোক ভদ্দর বাবানও সমান উপভোগ্য তা নিয়ে সন্দেহ নেই। আপনি মূলধারায় পরিচিত পান এটাই আমার কামনা।
ঐযে আগেই বললাম... শুরু আমার হাতে কিনা জানিনা.. কিন্তু যৌন মুহুর্ত চরম ভাবে ফুটিয়ে তোলা আর কামুকতার নতুনত্ব, অশ্লীল চাহিদা নতুনত্ব হয়তো আমার হাত ধরেই শুরু. শুধু মিলন দৃশ্যই আসল কথা নয়... সেটাকে কিভাবে নিয়ে আসতে হয় সেটাই আসল.. সেক্স এর থেকেও ওই আসন্ন মুহূর্ত বেশি ইরোটিক. সেটায় আমি নতুনত্ব এনেছিলাম. সেই থেকেই পাঠকের নজরে আসি এটা আমার অহংকার মোটেও নয়, গর্ব যে একদিনের সাধারণ পাঠক একদিন কি মাথায় ভুত চাপলো আর লিখে ফেললুম কাম লালসা.. সেই যে পাঠকের ভালোবাসা পেলাম.. তার থেকে এজের পরে এক... তারপরে হিন্দিতেও কয়েকটা লিখলাম. আর শেষে এই নন- ইরোটিক. আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের জোরে আমার এই যাত্রায় সফলতা প্রাপ্তি.