24-11-2021, 09:56 PM
(24-11-2021, 09:30 PM)Bichitravirya Wrote: আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি.... শরদিন্দু পড়ে অনুভব করা যায় সত্য... আপনার মৈথিলী ও অনুভব করতে পেরেছি...
তবে একটা কথা ওই যে জিষ্ণু থেকে মৈথিলী হয়ে সে পুরুষ শরীরের প্রেমে পড়লো। এই ব্যাপারটা কি জিষ্ণুর ভিতরেই ছিল? মানে জিষ্ণু কি সমকামী? নাকি মৈথিলী হওয়ার পর সে পুরুষ শরিরের প্রেমে পড়েছে? যদি দ্বিতীয় টা হয় তাহলে জিষ্ণু এটা মেনে নিল কি করে?
❤❤❤
এক ই মনে তে প্রচ্ছন্ন ও প্রকট ভাবে অবস্থান করছে। উভকামী শব্দ টার উৎস ও সেটা ই। শারীরিক পূর্ণ পরিবর্তন গত অবস্থানে মনের প্রচ্ছন্ন দিক টা পূর্ণ ভাবে উন্মোচিত করাই আমার উদ্দেশ্য ছিল।
একটা প্রশ্ন করছি
উত্তর টা নিজে খোঁজার চেষ্টা কর
প্রশ্নটা হল
শ্রীকৃষ্ণ কেন অর্জুন কে ই বৃহন্নলা রুপ নিতে বলেছিলেন??
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।