24-11-2021, 09:25 PM
(24-11-2021, 08:57 PM)Baban Wrote: এর উত্তর আমি এটাই দেবো.. অবশ্যই তুমি নিজের দিক থেকে ঠিক. নিজে অভিজ্ঞতা অর্জন না করে মুখে বলা কথাটা ঠিক নয়. কিন্তু তুমি যে হিসেবে কথাটা বললে সেটা একদম ঠিক.... ছোটবেলা থেকে সব জানা থাকলে অনেক ভালো.... সেই চরম ভুল হবার ব্যাপারটা কমবে.তুমি ঠিক ই বলেছ। এই প্রসঙ্গে তুমি তো জান ই আমার কি মতামত। তোমার সাথে pm এ এই নিয়ে কথা হয়েছে। আমি এবার তোমার এই অন্য রকম এর খোঁজ এর প্রসঙ্গে তুমি যা যা বলেছ আমি একদম সহমত। আর সেই প্রসঙ্গে কিছু কথা বলি, হয়তো অনেকে ই জানে। কিন্তু যারা জানে না তাদের জন্য বলি। আমরা এই যে ইন্টারনেট ব্যবহার করি এটা যে তিন রকম হয় সেটা এখন অনেকে ই জানে। একটা হয় surface web যা আমরা ব্যবহার করি। দ্বিতীয় টা FRAUD. যেটা সাধারন মানুষের বাইরে ই থাকে। এটা মূলত hackers দের স্বর্গ রাজ্য। আর তিন টা হল dark web যার হদিস খুব কম লোক এর কাছেই আছে।
কিন্তু তুমি যেহেতু আমার মতো মস্তিস্ক ব্যাপারটা নিয়ে লিখতে ভালোবাসো.. (আমি পড়াশুনার মাধ্যমে জ্ঞান অর্জন বলছিনা, কামুক গল্পে মস্তিস্ক নিয়ে খেলার কথা বলছি ) সেই হিসেবে তুমিও জানো আমিও জানি আমাদের ব্রেন সর্বদা নতুনত্ব খুঁজতে চায়... অজানার প্রতি আগ্রহ ভয়ানক... তাই নারী শরীর ও যৌনতা যখন ডালভাত হয়ে যাবে তখন মানুষ খুঁজতে শুরু করবে বিরিয়ানি আর মাংস.... সেই মাংস খুঁজতে আর স্বাদ নিতে মানুষ হয়তো হয়ে উঠবে আরও বিকৃত নিকৃষ্ট জঘন্য মানুষ...শুধু নারী শরীর ভোগ যখন সাধারণ ব্যাপার হয়ে যাবে তখন আরও কতটা জঘন্য ভাবে শরীর ভোগ করা যায় আর তার পরবর্তী বিকৃত লালসা প্রাপ্তি... হয়তো তুমি বুঝছো আমি ;.,ের থেকেও আরও ভয়ানক কিছু নিয়ে কথা বলছি... ক্যানিবালিসম নিয়ে..... সেই আদিম ক্রিয়া যা একদা ক্ষিদে মেটানোর জন্য ছিল তা হয়ে উঠবে খেলা আর ক্ষিদে মেটানো.. শরীর ও পেটের....
হ্যা এখনো তা বর্তমান... কিন্তু সেটা যেন রাস্তায় রাস্তায় দেখা না যায়!!!!
এই ডার্ক ওয়েব যে কি কি হয় না তার ইয়ত্তা নেই।
কোটি কোটি ডলার খরচ হয় এখানে। মানুষের বিকৃত মস্তিস্ক র কামনা চরির্থাত করতে। এর বিস্তারিত ব্যাখ্যা এই ওপেন ফোরাম এ আমি দিতে পারব না। বাবান তুমি যদি এই বিষয় এ না যান তা হলে তোমাকে আলাদা করে বলব, আমাকে বল।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।