23-11-2021, 06:29 PM
(23-11-2021, 06:23 PM)Baban Wrote: একদম সঠিক ভাবে ব্যাপারটা লিখে বুঝিয়ে দিলেন দাদা. এটাই আসল কথা. আমিও আপনার সাথে ও তিলোত্তমা জির সাথে একমত. প্রথমে ছোটবেলায় মারামারি ঠিক ছিল কিন্তু এই মেয়ে যেভাবে দুমদাম মারে ব্যাপারটা অনেক সময়ই আমার ভালো লাগেনি.... তাই অজান্তেই রাগও হয়েছে নায়িকার ওপর. সেটা বুম্বা দা, আপনারও হয়েছে জানি.... তাছাড়া ওই স্কুটার নিয়ে গাড়ির তলায় যাওয়ার ভয়ঙ্কর একটা চিন্তা ওর মাথায় আসছে দেখে আরও ভয় লাগলো... একবার যখন আসছে তখন আবারো আসতে পারে...... ঘুড়ন্ত পাখা দেখে না জানি কি খেয়াল আসবে এই মেয়ের মধ্যে!!
লেখক দুই চরিত্রর ইমাচ্যয়ুর দিকগুলো বেশি প্রকাশ করছে...... বয়স অনুযায়ী তারা বড়ো হয়েও যেন বড়ো হয়নি. এর থেকে সুমি চরিত্র অত্যন্ত ভালো ও বুদ্ধিমান.. সময় অনুযায়ী যথার্থ ভাবে চিন্তাশক্তি ও বুদ্ধি বৃদ্ধি পেয়েছে.
একদম ঠিক বলেছেন সুচির থেকে সুমির চরিত্র অনেক বেশি matured দেখিয়েছে লেখক এই গল্পে। তবে আশা করবো এই ধাক্কাটা খাওয়ার পর সুচি নিজের চরিত্রে পরিবর্তন আনবে - না হলে ঘোর বিপদ।