23-11-2021, 05:44 PM
(This post was last modified: 23-11-2021, 05:47 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-11-2021, 05:35 PM)Sanjay Sen Wrote:
সবই বুঝলাম ভাইয়া কিন্তু যদি এক্ষেত্রে উল্টো জিনিসটা ঘটতো অর্থাৎ সুচিত্রার উপর possessiveness দেখাতে গিয়ে আকাশ স্থান কাল পাত্র না দেখে যখন তখন যেখানে সেখানে সুচিত্রাকে ধরে পিটিয়ে দিতো সে ক্ষেত্রে ব্যাপারটা জানাজানি হলে সুচিত্রার বাড়ি থেকে তো পুলিশ কেস করা হতোই এমনকি আপনারাই বলে উঠতেন "যে ব্যক্তি বিয়ের আগে প্রেমিকার গায়ে হাত তোলে সে ব্যক্তি বিয়ের পর তো বউকে খুন করবে .. এক্ষুনি বন্ধ করো এই গল্প।"
তাইতো বলি নারী-পুরুষ নির্বিশেষে একে অপরের প্রতি ভালোবাসা অবশ্যই থাকবে কিন্তু সেটা যেন অতিমাত্রায় অধিকারবোধ থেকে নিজের ভালবাসার ব্যক্তিকে যখন-তখন পেটানো কখনোই কাম্য নয়। তবে আমাদের লেখক বুঝদার মানুষ। ও জানে কখন কোথায় কি পাল্টাতে হবে .. এবং সেই মতোই খুব ভালোভাবে গল্পটি এগোচ্ছে পরিসমাপ্তির দিকে।
খুব সহজভাবে বললেও .. কথাগুলো কিন্তু ভীষণ দামী