23-11-2021, 04:20 PM
(16-11-2021, 09:36 AM)Bumba_1 Wrote: লাবনী আকাশের প্রেমে পড়েছে এবং নিজের খেলা খেলতে শুরু করে দিয়েছে। গৌরবও নাছোড়বান্দা সুচিত্রার প্রতি। কলেজ লাইফের প্রেম কতকটা এরকমই হয় .. সেটা ভালোভাবে ফুটিয়ে তুলেছো। তবে আগের পর্বটি আমার অনেক বেশি ভালো লেগেছিল কারণ সেই পর্বে অনেকগুলো চমক ছিলো বলা ভালো অনেকগুলো দিক খুলে গিয়েছিল।
এক্ষেত্রে অনেক বড় আপডেট দিয়েছো .. অনেক কিছু লিখেছো। কিন্তু সেই অর্থে এই পর্বের শেষে সেই থর-বরি-খাড়া আর খাড়া বরি থর .. অর্থাৎ সুচিত্রা আকাশকে আবার অশ্রাব্য গালিগালাজ করে বেধড়ক পেটালো।
sorry to say ওদের আবাসনের জনৈক ব্যক্তির মতো আমিও মনে করি সুচিত্রা একজন মানসিক রোগী। একজন মানুষ আরেকজন মানুষকে ভালবাসতেই পারে। কিন্তু তাই বলে তার প্রেমিকের প্রতি কথায় কথায় অশ্রাব্য গালিগালাজ এবং সুযোগ পেলেই পিটিয়ে দেওয়া .. এটা এবার অসহ্য এবং একঘেঁয়ে হয়ে উঠেছে। তুমি যেহেতু লেখক এবং সুচিত্রা যেহেতু তোমার সৃষ্টি আমি অনুরোধ করবো এইবার একটু লাগাম পড়াও সুচিত্রার চরিত্রের উপর। না হলে বিয়ের পর ওরা কেউই সুখী হবে না।
বিয়ে দুজনের। এটি শ্রদ্ধা ও ভালবাসার সম্পর্ক। পরস্পরকে শ্রদ্ধা না করতে পারলে সুখী জীবন দূরেই থাকবে। একজন দুমদাম অপরজনকে মারবে, বকবে, ও অন্যজন সহ্য করবে - এটা ভীষণই আনহেলদি। ডমেসটিক ভায়োলেন্স সুখের তো নয়ই। সুচির বাই পোলার ডিস-অর্ডার হবেই এমন চললে। তারওপর ওর সুইসাইডাল টেন্ডেন্সিও আছে। ক্ল্যাসিক বাইপোলার।