22-11-2021, 10:09 PM
(22-11-2021, 08:54 PM)Jupiter10 Wrote: সুন্দর। আপনার কবিতা আমার রবীন্দ্র সরবরে একটা বৃদ্ধ যুগলের কথা মনে পড়ে গেলো। কীভাবে তাঁরা একে ওপরের হাত ধরে হাঁটছিলেন। বৃদ্ধা বসেছিলেন বৃদ্ধ তাঁর জন্য কফি এনে দিলেন। এই কবিতার মাধ্যমে বোঝা যায় পাকা চুলেও নতুন যৌবন আরম্ভ হয়। বৃদ্ধ বয়সেও প্রেমের জোয়ার নেমে আসে।
অনেক ধন্যবাদ ❤
বয়স একটা সংখ্যা.. হ্যা একটা সময় পরে অনেক কিছুই করার শক্তি থাকেনা.. হয়তো ঠিক মতো হাঁটার ক্ষমতাও আর থাকেনা, কিন্তু পাশে থাকা মানুষটার হাতটার স্পর্শ অনেক ব্যাথা ভুলিয়ে দেয়.. এতটাই ক্ষমতা সেই স্পর্শের ❤