22-11-2021, 11:58 AM
(22-11-2021, 11:25 AM)a-man Wrote: ধরুন মিষ্টি মুহূর্ত বড় পর্দায় চলছে।
দর্শকের মনে কি চলছে? দর্শকের মনে তোলপাড় হচ্ছে যে আকাশ কেন সামনে আসছেনা, এখন তো তাকেই সামনে আসতে হবে, তাকে সামাজিক নিষেধ পারিবারিক গন্ডি অতিক্রম করে সুচিকে শক্ত হাতে নিজের করে নিতে হবে, কারণ এখন সে বড় হয়ে গেছে, বুঝতে পারছে সামাজিক শ্রেণীবিভেদ যা কিনা সুচিকে তার নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাকে ইস্পাত তুললো কঠিন হতে হবে তার চোখের তারা সুচির জন্যে।
আপডেট পর্বের শেষের দিকে আকাশ ঠিক তেমনই হয়ে উঠছে, ভালো লক্ষন।
আকাশের জন্যে একটা গান যা তার মনে হচ্ছে এখন https://www.youtube.com/watch?v=vrF3J4A_PTM
আপনি যেটা চাইছিলেন সেটা হলো



দেখা যাক কি হয়.... আপনি পড়তে থাকুন... গানটা সময় করে শুনবো

❤❤❤