21-11-2021, 08:13 PM
(21-11-2021, 07:59 PM)Baban Wrote: তার সাথে তো তাহলে এটাও বলতে হয় - দাও ফিরে সে অরণ্য, লও এ নগর.
মুক্ত বাতাস শুদ্ধ জীবন
খুশির আষার আনন্দের শ্রাবন
শুধুই খুশি আর সুখ
পেটের ক্ষিদে আর মনের ভুখ
নিচের গুলো আমার লেখা
সত্যিই তাই
উনি কোন state of mind এটা লিখেছেন তা ভুলে গেলে তো হবে না। ঠিক ই তো
সভ্যতার যন্ত্রিল থাবা গ্রাস করেছে অরন্যের সেই চক্রবাক সবুজ চেতনা।
তাই আমি ও তোমার সুরে সুর মিলিয়ে বলি
খোলা হাওয়ায় স্বাভাবিক আসে যায়
ধারাবাহিক টাটকা ফুলের উজার গায়
সন্ধ্যা ভোর মাটির গন্ধ আকাশ জোড়া
ভালোবাসার বসত ঘর হৃদয় মোড়া ।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।