20-11-2021, 10:41 AM
পর্ব ১০
রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সামনে অভি দাঁড়িয়ে আছে, এক ঘন্টা হয়ে গেল, অভিষিক্তা আসেনি। আর হয়তো আসবে না, পরে ডিসিশান পাল্টেছে। ও তো চাইছিল না দেখা করতে…অনেক চেষ্টার পর রাজী হয়েছিল হয়তো বাধ্য হয়ে। ফিরে যাবে কিনা ভাবতে ভাবতে মনে হল…ফিরে গিয়েই বা কি হবে…দাঁড়াই…যদি আসে। মুখটা নিচু করে দাঁড়িয়ে ভাবছিল…যদি না আসে তাহলে কি ওর বাড়ী চলে যাবে? মনে হল সামনে কেউ এসে দাঁড়ালো।মুখ তুললে… ক্লান্ত এক জনের মুখ… যাকে কাছে পাবার জন্য বারে বারে ছুটে গেছে বিগত দুটো বছর। একটু যেন রোগা হয়ে গেছে এই ক দিনে।
চুপ করে দাঁড়িয়েছিল অভিষিক্তা।অভির বুকের ভেতরে দ্রিম দ্রিম আওয়াজ, মনে হচ্ছে কয়েক দিন নয়, কত যুগ পরে দেখা।
লেকের ধারে একটা জায়গায় দুজনে বসে আছে পাশাপশি তবে একটু দুরত্ব রেখে। অভির কথা গুলো শোনার পর অভিষিক্তা আর কিছু বলেনি…চুপ করে বসে আছে।
অভির মৃদু গলা… ষীক্তা…প্লিজ বলো।
কি বলবো? কি ভাবে সম্ভব?
কেন নয়?
তুমি পারবে আমার অতীত কে ভুলে যেতে?
পারবো।
মনে হয় না পারবে…এখন তোমার মনে হচ্ছে খুব সোজা। কিছুদিন পর যখন পুরোনো হয়ে যাবে…তখন বুঝবে কতবড় ভুল করেছ। আমি পারবো না আবার অপমানিত হতে।
না…আমি অনেক ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি, আর… অপমানের কোন প্রশ্ন নেই, সব কিছু জেনেই তো আমি চাইছি তোমাকে।
এত সোজা নয় অভি… একটা কলগার্লের সাথে বিছানায় যাওয়া নয় এটা, সারা জীবনের ব্যাপার।সব কিছু জেনে কিছুতেই সম্ভব নয়।
ষীক্তা, একটা কথা বলবো?
বলো।
আজকালকার কটা মেয়ে বিয়ের আগে অন্য কারুর না কারুর সাথে বিছানায় যায়নি বলতে পারো ? যদিও সেটা শুধু মেয়েদের উপর নির্ভর করে না, ছেলেরাও এর সাথে জড়িয়ে আছে।
দুটো এক নয় অভি… একটা মেয়ের কারুর সাথে রিলেশানের সুত্রে সেক্স করা আর এটা এক নয়।
আমি মনে করিনা কোনো পার্থক্য আছে। আমার তো মনে হয় এক জন মেয়ে কিছুদিন একজনের সাথে তারপরে আর একজনের সাথে সম্পর্ক করছে…সেক্স করছে… মনের কোনো ব্যাপারই নেই…তাহলে একটা কলগার্লের সাথে কি পার্থক্য আছে?আমি তো মনে করি কলগার্লরা অন্তত মিথ্যে প্রেমের অভিনয় করেনা।
ষিক্তা কিছুক্ষন চুপ করে থেকে বলল… তোমার কথায় যুক্তি আছে…কিন্তু…প্লিজ তুমি আমাকে জোর কোরো না… অন্য কাউকে বিয়ে কর… সুখী হবে।
না ষিক্তা… আমি পারবো না। প্লিজ ভেবে দেখো… আমি তোমাকে কথা দিচ্ছি… কোনোদিন আমি তোমাকে অসম্মান করবো না। তুমিতো এটাও জানো যে আমি শুধু তোমার সাথে শোওয়ার জন্য যেতাম না।
জানি।
তাহলে তোমার অসুবিধাটা কোথায়? তোমাকেও তো অন্য কারুর সাথে বিয়ে হলে সারাজীবনের জন্য অভিনয় করে যেতে হবে না…
অভিষিক্তা কিছুক্ষন চুপ করে থেকে বলল…অভি আমাকে একটু সময় দাও…প্লিজ…আমি এক্ষুনি হ্যাঁ বলতে পারছি না।
ঠিক আছে…আমি তোমার জন্য অপেক্ষা করবো। প্লিজ না করে দিও না।
রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সামনে অভি দাঁড়িয়ে আছে, এক ঘন্টা হয়ে গেল, অভিষিক্তা আসেনি। আর হয়তো আসবে না, পরে ডিসিশান পাল্টেছে। ও তো চাইছিল না দেখা করতে…অনেক চেষ্টার পর রাজী হয়েছিল হয়তো বাধ্য হয়ে। ফিরে যাবে কিনা ভাবতে ভাবতে মনে হল…ফিরে গিয়েই বা কি হবে…দাঁড়াই…যদি আসে। মুখটা নিচু করে দাঁড়িয়ে ভাবছিল…যদি না আসে তাহলে কি ওর বাড়ী চলে যাবে? মনে হল সামনে কেউ এসে দাঁড়ালো।মুখ তুললে… ক্লান্ত এক জনের মুখ… যাকে কাছে পাবার জন্য বারে বারে ছুটে গেছে বিগত দুটো বছর। একটু যেন রোগা হয়ে গেছে এই ক দিনে।
চুপ করে দাঁড়িয়েছিল অভিষিক্তা।অভির বুকের ভেতরে দ্রিম দ্রিম আওয়াজ, মনে হচ্ছে কয়েক দিন নয়, কত যুগ পরে দেখা।
লেকের ধারে একটা জায়গায় দুজনে বসে আছে পাশাপশি তবে একটু দুরত্ব রেখে। অভির কথা গুলো শোনার পর অভিষিক্তা আর কিছু বলেনি…চুপ করে বসে আছে।
অভির মৃদু গলা… ষীক্তা…প্লিজ বলো।
কি বলবো? কি ভাবে সম্ভব?
কেন নয়?
তুমি পারবে আমার অতীত কে ভুলে যেতে?
পারবো।
মনে হয় না পারবে…এখন তোমার মনে হচ্ছে খুব সোজা। কিছুদিন পর যখন পুরোনো হয়ে যাবে…তখন বুঝবে কতবড় ভুল করেছ। আমি পারবো না আবার অপমানিত হতে।
না…আমি অনেক ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি, আর… অপমানের কোন প্রশ্ন নেই, সব কিছু জেনেই তো আমি চাইছি তোমাকে।
এত সোজা নয় অভি… একটা কলগার্লের সাথে বিছানায় যাওয়া নয় এটা, সারা জীবনের ব্যাপার।সব কিছু জেনে কিছুতেই সম্ভব নয়।
ষীক্তা, একটা কথা বলবো?
বলো।
আজকালকার কটা মেয়ে বিয়ের আগে অন্য কারুর না কারুর সাথে বিছানায় যায়নি বলতে পারো ? যদিও সেটা শুধু মেয়েদের উপর নির্ভর করে না, ছেলেরাও এর সাথে জড়িয়ে আছে।
দুটো এক নয় অভি… একটা মেয়ের কারুর সাথে রিলেশানের সুত্রে সেক্স করা আর এটা এক নয়।
আমি মনে করিনা কোনো পার্থক্য আছে। আমার তো মনে হয় এক জন মেয়ে কিছুদিন একজনের সাথে তারপরে আর একজনের সাথে সম্পর্ক করছে…সেক্স করছে… মনের কোনো ব্যাপারই নেই…তাহলে একটা কলগার্লের সাথে কি পার্থক্য আছে?আমি তো মনে করি কলগার্লরা অন্তত মিথ্যে প্রেমের অভিনয় করেনা।
ষিক্তা কিছুক্ষন চুপ করে থেকে বলল… তোমার কথায় যুক্তি আছে…কিন্তু…প্লিজ তুমি আমাকে জোর কোরো না… অন্য কাউকে বিয়ে কর… সুখী হবে।
না ষিক্তা… আমি পারবো না। প্লিজ ভেবে দেখো… আমি তোমাকে কথা দিচ্ছি… কোনোদিন আমি তোমাকে অসম্মান করবো না। তুমিতো এটাও জানো যে আমি শুধু তোমার সাথে শোওয়ার জন্য যেতাম না।
জানি।
তাহলে তোমার অসুবিধাটা কোথায়? তোমাকেও তো অন্য কারুর সাথে বিয়ে হলে সারাজীবনের জন্য অভিনয় করে যেতে হবে না…
অভিষিক্তা কিছুক্ষন চুপ করে থেকে বলল…অভি আমাকে একটু সময় দাও…প্লিজ…আমি এক্ষুনি হ্যাঁ বলতে পারছি না।
ঠিক আছে…আমি তোমার জন্য অপেক্ষা করবো। প্লিজ না করে দিও না।