19-11-2021, 07:51 PM
সকাল হয়ে গেছে । রক্তিম সূর্যের প্রথম রাগেই জাপ্টে জড়িয়ে ছিলাম বিদিশাকে ছেলেমানুষের মতো । আমায় সরিয়ে দিয়ে উঠে গেলো চা বসাতে রোজ করে মতো । বাড়ির রোজ করে ঝি চাকরকে ব্যারন করা হয় নি । যদিও তাদের আমার বাড়ির কাজ নিয়ে হেলদোল নেই । থাকলেও কি না থাকলেও কি । বিশেষ কাজই নেই ।
ইস্তিয়াক আগেই এসে ভোরে নিয়ে গেছে কাজল পিসি কে , অফিসের সব দায় দায়িত্ব বুঝিয়ে দিতে হবে , তাছাড়া ড্রেস তৈরী করতে হবে অফিসের । ভোরে ওঠার অভ্যেস আমার , কিন্তু কালকের ঘুমটা যেন ভাঙতেই চায় না ।
নয়না দেরি করে ঘুম থেকে ওঠে বোঝা গেলো । একরকম বাছা মেয়ের মতো ঠেলে তুললো বিদিশা । এই উঠে পড়ো! সকাল হয়ে গেছে তো ! ব্রেকফাস্ট , টিফিন, কত কাজ , একটু তাড়াতাড়ি উঠতে হবে তো । ক্ষনিকের জন্য ভুলে গিয়েছিলো গত রাতের মিস্ট্রেস সাজা । আসলে এমনি মায়ার ভরা বিদিশা । এই জন্যই কোনো দিন সুযোগ পেয়েও পরকীয়া করিনি । উঠে দাঁত মাজছি, নয়নাও পাশে দাঁড়ালো ।
" কালকের কাজ টা ভালো করোনি রিহানদা! মা সারারাত ঘুমাতে পারে নি ! শুধু বলছিলো আমার জন্যই তোর এতো দুর্দশা !"
আমি তাকিয়ে কিছু বলতে পারলাম না । হ্যাঁ হয় তো একটু বেশিই হয়েছে । কিন্তু নয়নার এতো নীতিবোধ , তখন কোথায় ছিল সে ? মুখ ধুয়ে রান্না ঘরে গিয়ে বললো " বৌদি , বলো কি কি করতে হবে ! "
বিদিশা বললো " ব্রকোলির পোলাও করছি টিফিনে তুমি তাহলে আমায় একটু সবজি গুলো গুছিয়ে দাও , আমি এখুনি চা দিচ্ছি কেমন ! "
তাড়া তাড়ি ব্রেড টোস্ট আর অমলেট বানিয়ে দিলো বিদিশা ! আমি চা বেশি পছন্দ করি । আমি বিদিশার দিকে আর চোখে তাকালাম । আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো ।
আমি না থাকতে পেরে রান্না ঘরে গিয়ে বললাম " তুমি ওকে অতো খাতির করছো যে ?"
বিদিশা আমার গালে হাত দিয়ে বললো " যেন কাল রাতে ভাবলাম , শত্রু কে আঘাত দিয়ে বিনাশ করার চেয়ে ভালোবেসে মারা অনেক ভালো !"
তাতে তার অনুতাপ অনেক বেশি হবে ! তুমি তো সেরকমই প্রতিশোধ চাও তাই না ?"
সত্যি তো আমি কখনো সেভাবে ভাবি নি ।
বাক্য হীন রইলাম বিদিশার মনের সহমর্মিতা দেখে । বসে চা খেতে খেতে বললাম " নয়ন অনেক পেন্ডিং কাজ বাকি আছে , এবার একটু কাজে মন দিয়ে আমায় সাহায্য করো !"
নয়ন যেন এমনটা প্রত্যাশা করে নি । তার উপর নয়নের মাথায় হাত দিয়ে বিদিশা জিজ্ঞাসা করলো " কিরে আরেকটা টোস্ট দি? ফ্রেশ জুস আছে !তুই তো চা খাস না !"
নয়ন এমন ব্যবহার দেখে ঘাবড়ে গেলো । কাল রাতের সাথে সকালের বৈপরীত্যে খুব চিন্তিত দেখালো তাকে ।
" বৌদি তুমি কেমন জানলে আমি চা খাই না !"
বিদিশা বললো " মেয়েমানুষ দেড় এসব বুঝে নিতে হয় ! না তৈরী হয়ে নে অফিস যেতে হবে !"
৯ টার মধ্যেই হাজির হলাম অফিসে । নয়না কে দেখে ওয়ান হলো একটা কি যেন ঘোরের মধ্যে আছে ।কিছু ভাবছে । এদিকে বিদিশার সকালের কথাটা মাথায় হাতুড়ি মারছে । তাড়া আমার সাথে যে ব্যবহারই করুক আমিও তো সেই ব্যবহারই করছি তাদের সাথে । তাহলে আমার সাথে তাদের মনের স্তরের কোনো পার্থক্যই রইলো না । যদিও পুরো অফিস সাফ করে পরিষ্কার করে অফিসের পেন্ট্রি তে বসে পড়েছে কাজল পিসি । অফিসের আগের টি বয় কে সরানোই প্ল্যান ছিল ফাঁকিবাজ বলে ।
ডাকলাম ইস্তিয়াক কে । বললাম মনের সব কথা । ইস্তিয়াক মাথায় হাত দিয়ে বললো " দিলেন তো দাদা মাটি করে , কত আশা করেছিলাম , আমার আর সে সুযোগ আসলো না ।"
আমি: " ইস্তিয়াক তুই অমন ভাবছিস কেন ? "
ইস্তিয়াক : " একই দাদা আপনি যে আমার কথা সিরিয়াস নিয়ে নিলেন , নাঃ আপনি যা ভাবছেন সে ভাবনা চিন্তা আমার ও আমরা সৎ , তাই অসৎ হতে পারি না ! দেখুন এর ফল কি দাঁড়ায় !তবে এখুনি রাশ ছাড়বেন না ধরে রাখুন আরো কয়েকদিন , মা মেয়ে তো বলা যায় না !"
এদিকে এডভোকেট রামন এসে গেছে ।
তাই বাধ্য হয়ে ডাকতে হলো মা মেয়ে কে ।
ইস্তিয়াক আগেই এসে ভোরে নিয়ে গেছে কাজল পিসি কে , অফিসের সব দায় দায়িত্ব বুঝিয়ে দিতে হবে , তাছাড়া ড্রেস তৈরী করতে হবে অফিসের । ভোরে ওঠার অভ্যেস আমার , কিন্তু কালকের ঘুমটা যেন ভাঙতেই চায় না ।
নয়না দেরি করে ঘুম থেকে ওঠে বোঝা গেলো । একরকম বাছা মেয়ের মতো ঠেলে তুললো বিদিশা । এই উঠে পড়ো! সকাল হয়ে গেছে তো ! ব্রেকফাস্ট , টিফিন, কত কাজ , একটু তাড়াতাড়ি উঠতে হবে তো । ক্ষনিকের জন্য ভুলে গিয়েছিলো গত রাতের মিস্ট্রেস সাজা । আসলে এমনি মায়ার ভরা বিদিশা । এই জন্যই কোনো দিন সুযোগ পেয়েও পরকীয়া করিনি । উঠে দাঁত মাজছি, নয়নাও পাশে দাঁড়ালো ।
" কালকের কাজ টা ভালো করোনি রিহানদা! মা সারারাত ঘুমাতে পারে নি ! শুধু বলছিলো আমার জন্যই তোর এতো দুর্দশা !"
আমি তাকিয়ে কিছু বলতে পারলাম না । হ্যাঁ হয় তো একটু বেশিই হয়েছে । কিন্তু নয়নার এতো নীতিবোধ , তখন কোথায় ছিল সে ? মুখ ধুয়ে রান্না ঘরে গিয়ে বললো " বৌদি , বলো কি কি করতে হবে ! "
বিদিশা বললো " ব্রকোলির পোলাও করছি টিফিনে তুমি তাহলে আমায় একটু সবজি গুলো গুছিয়ে দাও , আমি এখুনি চা দিচ্ছি কেমন ! "
তাড়া তাড়ি ব্রেড টোস্ট আর অমলেট বানিয়ে দিলো বিদিশা ! আমি চা বেশি পছন্দ করি । আমি বিদিশার দিকে আর চোখে তাকালাম । আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো ।
আমি না থাকতে পেরে রান্না ঘরে গিয়ে বললাম " তুমি ওকে অতো খাতির করছো যে ?"
বিদিশা আমার গালে হাত দিয়ে বললো " যেন কাল রাতে ভাবলাম , শত্রু কে আঘাত দিয়ে বিনাশ করার চেয়ে ভালোবেসে মারা অনেক ভালো !"
তাতে তার অনুতাপ অনেক বেশি হবে ! তুমি তো সেরকমই প্রতিশোধ চাও তাই না ?"
সত্যি তো আমি কখনো সেভাবে ভাবি নি ।
বাক্য হীন রইলাম বিদিশার মনের সহমর্মিতা দেখে । বসে চা খেতে খেতে বললাম " নয়ন অনেক পেন্ডিং কাজ বাকি আছে , এবার একটু কাজে মন দিয়ে আমায় সাহায্য করো !"
নয়ন যেন এমনটা প্রত্যাশা করে নি । তার উপর নয়নের মাথায় হাত দিয়ে বিদিশা জিজ্ঞাসা করলো " কিরে আরেকটা টোস্ট দি? ফ্রেশ জুস আছে !তুই তো চা খাস না !"
নয়ন এমন ব্যবহার দেখে ঘাবড়ে গেলো । কাল রাতের সাথে সকালের বৈপরীত্যে খুব চিন্তিত দেখালো তাকে ।
" বৌদি তুমি কেমন জানলে আমি চা খাই না !"
বিদিশা বললো " মেয়েমানুষ দেড় এসব বুঝে নিতে হয় ! না তৈরী হয়ে নে অফিস যেতে হবে !"
৯ টার মধ্যেই হাজির হলাম অফিসে । নয়না কে দেখে ওয়ান হলো একটা কি যেন ঘোরের মধ্যে আছে ।কিছু ভাবছে । এদিকে বিদিশার সকালের কথাটা মাথায় হাতুড়ি মারছে । তাড়া আমার সাথে যে ব্যবহারই করুক আমিও তো সেই ব্যবহারই করছি তাদের সাথে । তাহলে আমার সাথে তাদের মনের স্তরের কোনো পার্থক্যই রইলো না । যদিও পুরো অফিস সাফ করে পরিষ্কার করে অফিসের পেন্ট্রি তে বসে পড়েছে কাজল পিসি । অফিসের আগের টি বয় কে সরানোই প্ল্যান ছিল ফাঁকিবাজ বলে ।
ডাকলাম ইস্তিয়াক কে । বললাম মনের সব কথা । ইস্তিয়াক মাথায় হাত দিয়ে বললো " দিলেন তো দাদা মাটি করে , কত আশা করেছিলাম , আমার আর সে সুযোগ আসলো না ।"
আমি: " ইস্তিয়াক তুই অমন ভাবছিস কেন ? "
ইস্তিয়াক : " একই দাদা আপনি যে আমার কথা সিরিয়াস নিয়ে নিলেন , নাঃ আপনি যা ভাবছেন সে ভাবনা চিন্তা আমার ও আমরা সৎ , তাই অসৎ হতে পারি না ! দেখুন এর ফল কি দাঁড়ায় !তবে এখুনি রাশ ছাড়বেন না ধরে রাখুন আরো কয়েকদিন , মা মেয়ে তো বলা যায় না !"
এদিকে এডভোকেট রামন এসে গেছে ।
তাই বাধ্য হয়ে ডাকতে হলো মা মেয়ে কে ।